বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সেখানে সংক্রমণের হার বেড়েছে। সে অভিজ্ঞতায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে অনুকূল পরিবেশের জন‌্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।  মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। 

সেতুমন্ত্রী বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমেরিকা বেশ কয়েকটি রাজ্যে খুলে দিয়েছে। এতে সেখানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।  এই অভিজ্ঞতায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি। 

‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিস্থিতি অনুকূলে হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।  শিক্ষার্থীরা ভবিষ‌্যতের নাগরিক ভবিষ‌্যতের নেতা, তাই শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুদিন ধৈর্য‌্য ধরার আহ্বান জানাচ্ছি।’

অনেকে দেশে সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে আরও বেশি সতর্কভাবে চলতে হবে এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

ফিচার বিজ্ঞাপন

বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত

মূল্য: ৮৪,৯০০ টাকা

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

শিক্ষার্থীদের মানুষের কল‌্যাণে কাজ করতে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আবেগহীন রোবট নয়, চাই দেশপ্রেমিক নিউজেনারেশন।  আমরা পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী চাই।  আমরা জীবিকা না জীবনের জন‌্য শিক্ষা চাই।  এই বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি  করতে হবে।

‘প্রতি শিক্ষাবর্ষে কতজন মানবিক মানুষ আমরা পাচ্ছি? শিক্ষা ব‌্যবস্থার এই বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার। বিশ্ববিদ‌্যালয়ে রাজনীতি থাকবে সেটা স্বাভাবিক কিন্তু ছাত্র রাজনীতি আর শিক্ষক রাজনীতিক আকার প্রকার আর ধরনে ভিন্নতা রয়েছে। ’

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৫২ বার পড়া হয়েছে