বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ড ভ্রমণার্থীদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ও কোয়ারেন্টাইন ছাড় দেওয়ার পরিকল্পনা করছে। শনিবার (৫ মার্চ) সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে। এ সপ্তাহেই দেশটির প্রধানমন্ত্রী প্রয়ূথ চান-ওচা আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্টের সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেটও পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর থাইল্যান্ডে আসা ভ্রমণার্থীদের নির্দিষ্ট কিছু পর্যটন স্পটে দুই সপ্তাহ আলাদাভাবে থাকতে হবে। এজন্য তারা ছাড়ও পাবেন।
স্থানীয় মানুষজন চান যাতে আগামী পহেলা জুলাই থেকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে দেওয়া হয়। থাইল্যান্ড এক্ষেত্রে সফল হলে এই পথ অন্যান্য দেশও অনুসরণ করতে পারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পর্যটনই থাইল্যান্ডের মোট জিডিপির পাঁচ ভাগের এক ভাগ জোগান দেয়। দেশটির অর্থনীতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। এ অবস্থায় আবার ফিরতে হলে পর্যটনের স্থানগুলো খুলে দেওয়ার কোনো বিকল্প নেই।
থাইল্যান্ডের মাইনর ইন্টারন্যাশনাল হোটেলের চেয়ারম্যান উইলিয়াম হেইনেক ফের পর্যটকদের আসার সুযোগ দিতে একটি পিটিশন দিয়েছেন দেশটির সরকারের কাছে। পিটিশনে বলা হয়েছে, ইতোমধ্যে মহামারীর প্রভাবে ১০০ এরও বেশি হোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ হয়ে গেছে। জুলাইয়ের এক তারিখ থেকে সব খুলে দেওয়াই কৌশলগতভাবে ভালো সিদ্ধান্ত হবে।
থাইল্যান্ড এই সপ্তাহে ভ্যাকসিন তৈরি করতে শুরু করেছে এবং এই বছরের শেষ নাগাদ এর জনসংখ্যার ৫০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্য হাতে নিয়েছে।
ফিচার বিজ্ঞাপন
ইস্তানবুল, কাপাডোসিয়া ও কুসাডাসি ৭দিন ৬রাত
তুরস্ক ভিসা (চাকুরীজীবী)
বালি-লম্বক-গিলি আইল্যান্ড ৭দিন ৬ রাত
Source: ittefaq
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২১৭ বার পড়া হয়েছে