সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের খোর ফাক্কান এলাকা যেন পাথর পাহাড়ের রাজ্য। রাস্তার ডানে-বাঁয়ে বড় বড় পাথরের পাহাড়। আর এ রাজ্যেই গড়ে তোলা হয়েছে হয়েছে ‘শীষ পার্ক’।

২০২০ সালের শেষের দিকে উদ্বোধন হওয়া এ পার্কে প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন। ১১,৩৬২ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই পার্কটিতে ২৫ মিটার উচু কৃত্রিম জলপ্রপ্রাতও রয়েছে।

খেলাধুলার সুযোগ-সু্বিধা থাকায় বিকালে স্থানীয় বাসিন্দাসহ পর্যটকদের শিশু সন্তাদের নিয়ে যান সেখানে। অর্ধশত শেডযুক্ত বসার আসন এবং একটি বহিরাঙ্গণ থিয়েটার রয়েছে যেখানে শতাধিক লোক পাশাপাশি বারবিকিউের আয়োজন করেন সন্ধ্যা রাতে।

২০২০ সালের অক্টোবরে খোর ফক্কনে সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজাহের নিয়ামক এইচ এইচ ডা. শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি পার্কটি উদ্বোধন করেন। আট মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়।

ফিচার বিজ্ঞাপন

তুরস্ক ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১৫,০০০ টাকা

Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N

মূল্য: 30,900 Taka

পার্কটিতে পাথর দিয়ে প্রায় ৫শ মিটার দীর্ঘ বেশ কয়েকটি রাস্তা তৈরি করা হয় এবং তা ঘিরে রয়েছে তাল গাছ, স্থানীয় গাছপালা। দূর থেকে আসা পর্যটকদের সুবিধার জন্যে পার্ক এরিয়ায় প্রায় আড়াই শতাধিক গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। শীষ পার্কে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে যখন আপনি এগিয়ে চলবেন, মনে হবে পাথরের পাহাড়ে আপনি। পুরো এলাকা যেন এক পাথর পাহাড়ের রাজ্য।

Source: Jugantor

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



১৮৭ বার পড়া হয়েছে