পেইন্টেড আসবাব! ঘর সাজাতে এ ধারণা আমাদের দেশে নতুনই বলা চলে। কিন্তু ইন্টেরিয়রের আন্তর্জাতিক ফ্যাশনে পেইন্টেড আসবাব মানেই বর্তমান ট্রেন্ড। যাঁরা ঘরে রঙের খেলা পছন্দ করেন, তাঁরা ঘর সাজাতে পেইন্টেড আসবাব ব্যবহারে দ্বিতীয়বার ভাবেন না। পেইন্টেড ফার্নিচারে লাল, নীল, হলুদ, ফিরোজা, গোলাপি, বাদামি, অ্যাশ, আকাশি, পিচ, সবুজ, ক্রিম—এই রংগুলো বেশি ব্যবহার করা হয়।
ইন্টেরিয়র স্টাইলে পেইন্টেড আসবাব ভিন্নধর্মী ফ্যাশন। আর এ ধরনের আসবাবে শুধু একটি ঘর নয়, চাইলে পুরো ঘরেরই বাছাই করা ফার্নিচারে পেইন্ট করা যাবে। কিন্তু শুধু পেইন্ট করলেই তো চলবে না, ধরে রাখতে হবে রঙের উজ্জ্বলতা। বিশেষজ্ঞরা বলেন, ফার্নিচার যেমনই হোক না কেন, সঠিক যত্নে দীর্ঘ দিনেও রং মলিন হয় না। উজ্জ্বল চেহারায় টিকে যায় অনেক দিন।
প্রতিদিন ধুলা ঝাড়ুন
বাতাসের ধুলা প্রথমেই পড়ে ঘরে সাজানো আসবাবের ওপর। দু–তিন দিন পরিষ্কার না করলেই সাদা ধুলার আবরণ পড়ে যায়। আপাতদৃষ্টে ধুলার ক্ষতি বোঝা যায় না। কিন্তু এতে রঙের উজ্জ্বলতা ও চকচকে ভাব চলে যায়। তাই পেইন্ট করা আসবাব পাতলা সুতি কাপড় বা নরম ডাস্টার দিয়ে পরিষ্কার করতে হবে প্রতিদিন।
আসবাব থেকে দাগ সরান
পেইন্টেড আসবাবে দাগ হলে সঙ্গে সঙ্গে লিকুইড বা ঘরে থাকা কম ক্ষারের সাবান হালকা গরম পানিতে মিশিয়ে মুছে নিতে হবে। এরপর স্বাভাবিক পানিতে কাপড় ভিজিয়ে মুছতে হবে। শেষে শুকনা সুতি কাপড় দিয়ে আসবাব মুছে নিতে হবে। তা না হলে পানির দাগ রয়ে যাবে।
রিপেইন্টিং
অনেক সময় দেখা যায়, পেইন্ট করা ফার্নিচারের অল্প জায়গার রং উঠে যায়। সে ক্ষেত্রে কেবল সেই জায়গাটুকু রিপেইন্ট করে সমাধান করা যায়। প্রথমে এক কোট রং দিয়ে শুকিয়ে দ্বিতীয় কোট দিতে হবে।
ফিচার বিজ্ঞাপন
Maldives (Paradise Island-Water Vila & Hulhumale) 4D/3N
Cambodia (Phnom Penh & Siem Reap) 6D/5N
বাউন্ডারি ও রেজিষ্ট্রেশন করে নিজের প্লট বুঝে নিন
অ্যাকসেসরিজ ব্যবহারপেইন্টেড ফার্নিচারে যেন দাগ না লাগে বা ধুলা কম পড়ে, তাই অ্যাকসেসরিজ ব্যবহার করা উচিত। যেমন টেবিল ম্যাট, ক্লথ, রানার ইত্যাদি।
অয়েল ফিনিশ
পেইন্ট আসবাবের রং ধরে রাখতে বারবার রং করাতে বাড়বে খরচ। সে ক্ষেত্রে অয়েল ফিনিশ আসবাবের রং ভালো রাখবে। অয়েল ফিনিশ একধরনের তেল, যা রং সুরক্ষিত রাখে, উজ্জ্বল দেখায়।
বৃষ্টি থেকে সাবধান
প্রায়ই দেখা যায়, ঘরের ফার্নিচার জানালার পাশে রাখা। জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়েছেন। আর সারা রাত বৃষ্টিতে ভিজে জবুথবু রঙিন ফার্নিচার। তাই এখন বৃষ্টির দিনে ফার্নিচার বাঁচান বৃষ্টির ছাট থেকে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
১৫৩ বার পড়া হয়েছে