নানা রঙের লিপস্টিক পছন্দ করেন না, এমন নারীর দেখা মেলা ভার। কিন্তু যদি সেই রংবাহারি লিপস্টিক পোশাকে লেগে যায়। লাগতেই পারে। পোশাক থেকে লিপস্টিকের দাগ মোছা নিয়ে আপনি চিন্তিত?
যেকোনো উপলক্ষে লিপস্টিক ছাড়া মেকআপ সম্পূর্ণ হয় না। কিন্তু কোনোভাবে যদি আপনার পছন্দের লিপস্টিক প্রিয় জামায় লেগে যায় তাহলেই বিপদ। অনেকেই মনে করেন, লিপস্টিকের দাগ খুব সহজেই তোলা যায়। কিন্তু যতটা ভাবছেন ততটা সোজা নয়। ঠোঁট থেকে লিপস্টিক সহজে তোলা গেলেও পোশাক থেকে তোলা অতটা সোজা নয়।
স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে কাপড় থেকে সহজে লিপস্টিকের দাগ অপসারণের জন্য বেশ কিছু সমাধান জানানো হয়েছে। চলুন, একনজরে দেখে নিই-
শেভিং ক্রিম
ছেলেদের শেভিং ক্রিমের সাহায্যে লিপস্টিকের দাগ দূর করতে পারেন। কাপড়ের যেখানে লিপস্টিকের দাগ লেগেছে, সেখানে শেভিং ক্রিম দিয়ে স্ক্রাব করুন। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন।
হেয়ার স্প্রে
লিপস্টিকের দাগ দূর করতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। কাপড়ে লেগে থাকা লিপস্টিকের দাগ দূর করতে সেই জায়গায় স্প্রে করুন। ১৫ মিনিটের জন্য তা রেখে দিন। এরপর গরম পানি দিয়ে দাগযুক্ত জায়গায় ধীরে ধীরে ঘষুন।
টুথপেস্ট
ফিচার বিজ্ঞাপন
শেনজেন ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
US Student Visa
Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N
টুথপেস্টের সাহায্যেও লিপস্টিকের দাগ দূর করতে পারেন। দাগযুক্ত জায়গায় টুথপেস্ট লাগান, তারপর হালকা করে স্ক্রাব করুন। স্ক্রাবিংয়ের পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মনে রাখবেন
কাপড় থেকে দাগ তোলার সময় এই বিষয়গুলো মনে রাখা উচিত—
১. দাগ লাগার পর দ্রুত কাপড় পরিষ্কার করা উচিত।
২. দাগযুক্ত কাপড় ভাঁজ করবেন না, অন্যথায় দাগ কাপড়ের অন্যত্র লেগে যাবে।
৩. দাগযুক্ত কাপড় হালকা করে ঘষতে হবে, অতিরিক্ত জোর দিয়ে ঘষলে কাপড় ফেটে যেতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩৯ বার পড়া হয়েছে





