২০১৯ সালের হজ ফ্লাইট শুরু হবে ৪ জুলাই। চলবে ৫ আগস্ট পর্যন্ত। চলতি বছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৮৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৬ হাজার ৮৯৮ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার। এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা ৩টি এবং চট্টগ্রাম থেকে মদিনায় পরিচালনা করা হবে ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।
জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ১ হাজার ১০টি এজেন্সির মধ্য থেকে ৫৯৮টি এজেন্সি হজ কার্যক্রমে অংশগ্রহণ করছে। এরইমধ্যে সরকারী ব্যবস্থাপনার হাজীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া চলছে। চূড়ান্ত হয়েছে ফ্লাইট সিডিউলও।
সৌদি আরবের ভাষা, রাস্তা-ঘাট চেনা-জানা অভিজ্ঞ প্রবাসীদেরকে হজ সেবায় নিযুক্ত করায় হাজীরা উন্নত সেবা পাবেন। পাশাপাশি সৌদি সরকারের কাছে বাংলাদেশের ভাবমুর্তিও উজ্জ্বল হবে বলছে মদীনা হজ অফিস।
এদিকে, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশনের মতো কিছু যুগান্তকারী পদক্ষেপ থাকবে। এর ফলে সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমে আসবে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী।
ফিচার বিজ্ঞাপন
জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত
রাশিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
ট্রাভেলস মালিক ও সরকার আন্তরিক হওয়া ছাড়াও হাজীরা সচেতন হলে হজ মৌসুমে বাংলাদেশও বিশ্ব দরবারে হয়ে উঠতে পারে অনন্য এক মডেল।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৭৫১ বার পড়া হয়েছে