স্থানীয়দের কাছে বিলটি ‘ঘুরগার বিল’ নামে পরিচিত। একশ একর আয়তনের বিলটি ইতোমধ্যে ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন তারা। এ এমন এক যাদু যা দেখতে শুধু চোখ নয়, মনেরও প্রয়োজন।
ঘুরগার বিলের বেশির ভাগ অংশ পড়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও বাতাঘাসী ইউনিয়নে। এ ছাড়া দাউদকান্দির দক্ষিণ ইলিয়টগঞ্জ ও চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের কিছু অংশ রয়েছে। বর্ষা মৌসুমে বিল যেন তার যৌবন ফিরে পায়। দিগন্ত বিস্তৃত জলরাশি আর জলজ উদ্ভিদের স্নিগ্ধতা দর্শনার্থীদের মনে আনন্দের দোলা দেয়। বিলের লাল সাদা শাপলার মায়াবি সৌন্দর্য অন্য রকম অনুভূতি তৈরি করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটম্বপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে গল্লাই যাওয়া যায়। তারপর কয়েক মিনিটের হাঁটা পথ। বছরের পাঁচ মাস এই বিলে পানি থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিলটিতে প্রাকৃতিকভাবে বেড়ে উঠে লাল ও সাদা শাপলা। যে কারণে বিলের সৌন্দর্য আরও বেড়ে যায়। এই বিলে প্রায় ৫০ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। রয়েছে বিভিন্ন প্রকার মৌসুমী পাখি। পানিতে নিমজ্জিত আছে বিভিন্ন প্রজাতির শৈবালসহ নানা ধরনের জলজ উদ্ভিদ।
চান্দিনা উপজেলা কৈকর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন আকাশ জানিয়েছেন, স্থানীয়দের মধ্যে জনশ্রুতি রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেলিকপ্টারযোগে স্বাধীনতা পরবর্তী সময়ে এই বিল পরিদর্শন করেছিলেন। উদ্দেশ্য দেশের প্রেক্ষাপটে বিলের অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই। কিন্তু ৭৫-এর নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অথচ এটি হতে পারতো আকর্ষণীয় পর্যটন স্পট কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। গড়ে উঠতো পাখি ও জলজ প্রাণীদের নিরাপদ আবাসস্থল।
ফিচার বিজ্ঞাপন
Toyota Allion 2014 G Package
Siliguri – Gangtok (Sikkim) 6D/5N
Cairo & Luxor 5D/4N
সরেজমিনে দেখা গেছে, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের মীরাখোলা গ্রামের খালে বাঁধা অনেকগুলো ছোট-বড় নৌকা। অনেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। ছোট নৌকা ভাড়া নিয়ে ঘুরছেন তারা। পরিবারের ছোট সদস্যদের জলজ উদ্ভিদ সম্পর্কে ধারণা দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ শাপলা তুলছেন। কেউ ছবি বা সেলফি তোলায় ব্যস্ত। কেউ গলা ছেড়ে গান গাইছেন। আবার কেউ নৌকায় সাউন্ড বক্সে গান বাজিয়ে আনন্দ করছেন।
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষি, পরিবেশ ও সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত বলেন, শৈশব থেকে এই বিলের নামকরণ নিয়ে জনশ্রুতি শুনে আসছি। কেউ বলেন, ঘুরগা নামে এক ধরনের পোকার বিচরণ ছিল এই বিলে। সেই পোকার নামে এটির নামকরণ হয়েছে। আবার কেউ বলেন এতো বড় বিল ঘুরতে ঘুরতে শেষ করা যায় না বলে এর নাম ঘুরার বিল বা ঘুরগার বিল। এই বিল সংরক্ষণ জরুরি। এতে প্রাকৃতিক মাছ উৎপাদনের পাশাপাশি চিত্ত বিনোদনেরও সুযোগ রয়েছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, ঘুরগার বিলে বিপুল পরিমাণে প্রাকৃতিক মাছ উৎপাদনের সুযোগ রয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৭৭ বার পড়া হয়েছে




