করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এত দিন স্থগিত থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী পর্ব আগামী ২০ ও ২১ অক্টোবর আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এত দিন স্থগিত থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী পর্ব আগামী ২০ ও ২১ অক্টোবর আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

মঙ্গলবার বিকেলে বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) এক সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়। সভায় বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে বুয়েটের ক্যাম্পাসেই প্রাক্‌-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের গত বৃহস্পতিবারের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর প্রাক্‌-নির্বাচনী ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষার তারিখ ঠিক করা হয়। বুয়েটের একাডেমিক কাউন্সিল সেই তারিখ অনুমোদন করেছে। নির্ধারিত তারিখে স্বাস্থ্যবিধি মেনে বুয়েটের ক্যাম্পাসেই পরীক্ষাগুলো নেওয়া হবে।

এর আগে ৩০ জুন ও ১ জুলাই ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী পর্ব আর ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বুয়েট কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি ও বিধিনিষেধের কারণে সেই তারিখ স্থগিত করা হয়। পরিস্থিতি অনুকূলে আসায় এখন ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হলো।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

করোনা মহামারি পরিস্থিতিতে এবার শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষিত হওয়ায় ভর্তিপ্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এনেছে বুয়েট কর্তৃপক্ষ। আগে যেখানে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার পরিবর্তে শুধু এসএসসি ও এইচএসসির ফলের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত পরীক্ষার সুযোগ দেওয়া হতো, এবার সেখানে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা নিচ্ছে বুয়েট।

প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার নম্বরের ভিত্তিতে বুয়েট ছয় হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার জন্য বেছে নেবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মোট ১ হাজার ২১৫ শিক্ষার্থী এবার বুয়েটের বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৫১ বার পড়া হয়েছে