সেন বংশীয় কুমার পরিবারের কোনো একজনের পাত কুয়োর উপর একদিন একটি গাছ জন্মে। সে বহু আগের কথা, কারও কারও মতে প্রায় ৩শ’ বছর আগের গল্প হবে, আবার কেউ কেউ একটু আগ বাড়িয়ে ঘটনার শুরু প্রায় ৫০০ বছর আগের কথা বলে থাকেন।
দীর্ঘ ৩০০ বছর সেও কম না (মতান্তরে পাঁচশ), এত বছর আগে এখানে যে গাছটি জন্মে, ডালপালায় আভাস দেয় সেটি একটি বটগাছ। কুমার পরিবারের কেউ সে বটগাছটির যত্ন করেছিল কিনা কেউ জানে না। যেহেতু বট গাছ সেহেতু অযত্নে বা অবহেলা হলেও দিন দিন বেড়ে ওঠে। গাছটি ডালপালা ছড়াতে থাকে আর তার বিস্তৃতি বাড়তে থাকে। তারপর একদিন গাছটি ইতিহাসের অংশ হয়ে যায়।
বর্তমানে বেথুলি গ্রামের প্রায় ১১ একর জায়গা নিয়ে বটবৃক্ষটির অবস্থান, যার উচ্চতা প্রায় আড়াইশ থেকে ৩শ’ ফুট। ঢাকা থেকে ট্রেনে বা বাসে চেপে চলে যান ঝিনাইদহের কালিগঞ্জ হয়ে বেথুলি গ্রাম। সেখানেই দেখা পাবেন তিনশ বছরের বেশি বয়সি বটবৃক্ষটির।
প্রাচীন মসজিদের শহর হিসেবেও ঝিনাইদহের দারুণ সুখ্যাতি। বটবৃক্ষ দর্শনের পাশাপাশি পুরো ঝিনাইদহ ঘুরে সবকটা মসজিদও দেখে নিতে পারেন। যাই করেন, একটি কথা মনে রাখবেন এই অঞ্চলে এনজিওদের আস্তানা ছাড়া আবাসিক হোটেল পাবেন না। হয় আপনাকে যশোর শহরের কোনো হোটেলে থাকতে হবে নয় এনজিও বা পরিচিত গ্রামবাসির মাধ্যমে থাকা ও খাবার ব্যবস্থা করতে হবে।
ফিচার বিজ্ঞাপন
Manila & Cebu 5D/4N
থাইল্যান্ড ভিসা (বিজনেসম্যান)
Vietnam & Cambodia 7D/6N
আরেকটা ব্যবস্থা হল, ১৯৯০ সালে প্রায় ১০ লাখ টাকা ব্যায় করে এখানে একটা রেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে, আগে থেকে অনুমতি নিতে পারলে এখানেও রাত্রিযাপণ করতে পারবেন।
Source: ফারুখ আহমেদ
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৫৬ বার পড়া হয়েছে




