ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সেনজেন ভিসার ফি বেড়েছে। আগের চেয়ে ২০ ডলার বাড়ানো হয়েছে এই ফি। সে অনুযায়ী, সেনজেন ভিসার জন্য ফি দিতে হবে ৮০ ইউরো। যা আগে ছিল ৬০ ইউরো।

আগামী বছরের জানুয়ারি থেকে নতুন এই ফি দিতে হবে। সম্প্রতি ইইউ কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সেনজেন ভিসা ডটকম জানিয়েছে।

এছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য ভিসা ফি ৪০ ইউরো দিতে হবে। যা আগে ছিল ৩৫ ইউরো। তবে ৬ বছরের নিচের বাচ্চাদের কোনো ফি লাগবে না।

সেনজেন ভিসা ডটকম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশ থেকে ৩০ হাজার ৫৮৫ জন শেনজেন ভিসার জন্য আবেদন করেছিলেন। এরমধ্যে ভিসা পেয়েছেন ২০ হাজার ২৯৬ জন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৬৩৩ বার পড়া হয়েছে