সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: | মাসে ১০ থেকে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব। |
সুবিধা: | গ্রামাঞ্চলে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে নার্সারী করা যায় তেমনি শহরে বাড়ির ছাদেও নার্সারী করা যায়। |
প্রস্তুত প্রণালি: | দেড় থেকে দুই বিঘা পরিমান উঁচু জমি। বেলে দোআঁশ মাটি সব ধরনণের গাছ উৎপাদনের উপযোগী বলে এমন মাটি আছে সেই জায়গা নির্বাচন করতে হবে। জমিতে সেচ দেবার ব্যবস্থা রাখতে হবে। দুই বিঘা জমি কে চাষের উপযোগী করতে তিন থেকে চার ট্রাক পরিমাণ মাটির সাথে এ ট্রাক পরিমাণ গোবর মিশিয়ে পরিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এক মাস। অন্য জায়গায় ভালো জাতের মাতৃগাছ নির্বাচন করে টবে কিংবা মাটিতে আলাদা করে রোপন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্রাফটিং, কাটিং বা লেয়ারিং করে চারা উৎপাদন করতে হবে। উৎপাদিত চারা পরিথিন বা টবে রাখতে হবে। |
বাজারজাতকরণ: | গাছ লাগানোর জন্য গ্রাম শহর সব জায়গার মানুষই এখন সচেতন। এছাড়া সৌখিন মানুষ বাড়ির বারান্দা কিংবা অফিসের সৌন্দর্য আনতে গাছের চাষ করেন। তাই এর চাহিদা সবত্র। ক্রেতা নিজেই পণ্য নিতে নার্সারীতে আসেন। তবে ভ্যাণ গাড়িতে করে ফেরি কওে গাছের চারা বিক্রি করা যায়।। |
যোগ্যতা: | প্রশিক্ষন নিতে পারলে ভালো। |
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
US Visa for Retired Person
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
রাশিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
২৭৬ বার পড়া হয়েছে