ঘর সাজানোর জন্য আপনি কত টাকাই না খরচ করেন৷ কিন্তু খরচ না করে ফেলে দেয়া জিনিস দিয়েই আপনি ঘর সাজাতে পারেন একেবারে অন্যরকম করে৷ যেমন প্লাস্টিকের পানির বোতল৷ এই বোতলগুলোকে ফেলে না দিয়ে মনের মতো করে এগুলি দিয়েই সাজিয়ে ফেলুন নিজের ঘর৷ কিংবা আপনার প্রিয় কোনো মানুষের স্পেশাল ডে-তে গিফ্টও করতে পারেন হাতে বানানো জিনিস দিয়ে৷সেরকমই কিছু টিপস রইল এখানে।

১. রঙ পেনসিলের বাক্স : পানির বোতলকে কাত করে রাখুন৷ এবার উপরের দিকের অংশটির অর্ধেক সমান করে কেটে নিন৷ এর ফলে একটি বাক্সের আকৃতি তৈরি হবে যার অর্ধেক অংশ ঢাকা থাকবে৷ এরকম কয়েকটি বাক্সের মধ্যে আপনি বিভিন্ন রঙের রঙপেনসিল সাজিয়ে রাখতে পারেন৷

২. ল্যাম্প : বোতলটিকে প্রথমে উল্টে নিন৷ এবার বোতলকে সোজা করে রাখলে যে অংশ মাটিতে লেগে থাকে সেই অংশকে কেটে নিন৷ কোল্ড ড্রিংকের বোতল হলে ওই অংশ কাটলে একটি ফুলের মতো আকার তৈরি হবে৷ এইভাবে অনেকগুলো বোতল কেটে নিয়ে সবগুলোকে এমনভাবে জুড়ে নিন যাতে তা একটি নির্দিশ্ট আকার পায়৷ গোল অথবা চৌকো৷ এবার সেটিকে একটি স্ট্যানড ল্যামপের বাল্বের উপরে বসিয়ে দিন৷ আপনার হ্যান্ড মেড ল্যাম্প রেডি৷

৩. পর্দা : অনেকগুলো বোতলের তলার দিকের অংশ একইভাবে কেটে নিন৷ এবার ওই কেটে রাখা অংশগুলোকে একটি লম্বা সুতোয় কিছুদুর অন্তর গেঁখে নিন৷ অনেকগুলি সুতো পরপর গেঁথে সুতোর উপরের অংশকে একটি শক্ত দড়ির সঙ্গে বেঁধে নিন৷ এবার এটি ঝুলিয়ে দিন আপনার ব্যালকনির দরজার সামনে৷ এতে আপনার ব্যালকনির সামনে একটি সুন্দর ভিউ তৈরি হবে৷

৪. নাইট ল্যাম্প : অনেকগুলো বোতলের তলার দিকের অংশ একইভাবে কেটে নিন৷ এবার সেগুলোকে লম্বা কয়েকটি সুতোয় গাঁথুন৷ এবার সেগুলোকে একটি গোল কোনো সিডি বা চাকতিতে পরপর গেঁথে নিন৷ একটি গোল ঝালোর তৈরি হলে সেটির মঝে বাল্ব রেখে উপর থেকে ঝুলিয়ে দিন৷ আপনার ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে৷ এটি আপনি আপনার ডাইনিং স্পেসেও রাখতে পারেন৷

৫. শেড : 
আপনার ছাদে কোনো বসার জায়গা থাকলে বা বাড়ির সামনে বাগান থাকলে সেখানে শেড তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পানির বোতল৷ বোতলের তলারদিকের উঁচু অংশগুলোকে পোস্টার রঙ দিয়ে আলাদা আলাদা রঙ করে নিন৷ এবার চারপাশে চারটি লম্বা স্ট্যান্ড পুতে নিন৷ এবার এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডে অনেকগুলো লম্বালম্বি এবং আড়াআড়িভাবে সুতো বেঁধে নিন৷ এরপরে ওই সুতোর সাথে বোতলের মুখগুলো বেঁধে নিন৷ তাহলেই তৈরি আপনার মাল্টি কালার শেড৷

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

৬. হ্যাঙ্গিং গার্ডেন : কয়েকটি সমান বোতলকে কাত করে শুয়ে নিন৷ এবার উপরের দিকে যে অংশ রয়েছে তার মঝের কিছু অংশ কেটে নিন৷ এবার বোতল কাত করে রেখে সামনের এবং পিছনের অংশকে শক্ত তার দিয়ে গেঁথে দিন৷ একই তারে পরপর দুই থেকে তিনটি বোতল এইভাবে রাখুন৷ এবার ওই বোতলের ফঁকা অংশে মাটি দিয়ে তাতে ছোট ছোট বাহারী ফুলের গাছ লাগিয়ে ঝুলিয়ে দিন৷ আপনার হ্যাংগিং গার্ডেন রেডি৷

৭. অর্নামেন্ট স্ট্যান্ড : বোতলের তলার দিকের অংশগুলো কেটে রাখুন৷ এবার ওই কাটা অংশের মাঝখানের অংশকে গোল করে কেটে নিন৷ এবার একটি লম্বা স্ট্যান্ডকে ওই গোল করে কাটা ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে দিন৷ নির্দিষ্ট দুরত্বে ওই অংশগুলোকে রাখুন৷ এবার কয়েকটি বাটির মতো অংশ তৈরি হলে তাতে আপনি রাখতে পারবেন আপনার পছন্দের গয়না৷

৮. মোম স্ট্যান্ড : বোতলের মুখের কাছের সরু অংশ সমেত কিছুটা মোটা অংশ কেটে নিন৷ দুটি বোতলের মুখকে মুখোমুখি জোড়া লাগিয়ে দিন৷ এতে দুইদিকেই দুটি স্ট্যান্ডের মতো অংশ তৈরি হবে৷ এতি আপনি রাখতে পারেন মোমবাত৷

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৭৩৮ বার পড়া হয়েছে