করোনাভাইরাস মহামারিতেও থেমে নেই দেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন প্রকল্প।
ক্রমেই দৃশ্যমান হচ্ছে দেশের এভিয়েশন খাতের বিভিন্ন উন্নয়ন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নানা উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ।
এগিয়ে চলছে দেশের আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত, সিলেটের ওসমানী ও কক্সবাজার এবং অভ্যন্তরীণ রাজশাহীর শাহ মখদুম, যশোর, সৈয়দপুর, বরিশাল ও খুলনার খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন কাজ।
এরই মধ্যে এসব বিমানবন্দরের বেশ কিছু কাজ শেষ হয়েছে।
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সিলেট থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এজন্য ইতোমধ্যে উপযোগী করা হয়েছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
ফিচার বিজ্ঞাপন
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
কলম্বো ৩দিন ২ রাত
বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত
সিলেট-লন্ডন ফ্লাইটসহ এ বিমানবন্দরের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৬১ বার পড়া হয়েছে




