YRC বরিশালে আয়োজন করেছে বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১, অনেক দিন পর রাইডিং ফিয়েস্তা দিয়ে ইয়ামাহা আবার ইভেন্ট শুরু করতে যাচ্ছে। এই রাইডিং ফিয়েস্তা আয়োজন করেছে YRC ক্লাব এবং সাপোর্টে ছিল ACI Motors। চলুন দেখে নেয়া যাক বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১ এ কি কি হয়েছে।

বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১ অনুষ্ঠিত হয় ১২ মার্চ ২০২১ শুক্রবার। ইভেন্টটি অনুষ্ঠিত হয় বেলস পার্ক এ, বর্তমানে এই জায়গাটা বঙ্গবন্ধু উদ্যান নামে পরিচিত। বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুরসহ বরিশালের আসে পাশের অনেক বাইকার এই ইভেন্টে অংশ গ্রহণ করেন। ইভেন্ট শুরু হয় সকাল ১১টার সময়। সকাল থেকেই বাইকাররা ইভেন্ট প্রাঙ্গনে এসে জড় হয়।

এই ইভেন্টে বাইকারদের জন্য ছিল টেস্ট রাইড ইভেন্ট। টেস্ট রাইড ছিল Yamaha MT – the master of torque, Yamaha XSR 155 – the cafe racer এই দুটি বাইক। টেস্ট রাইডের জন্য বাইকারদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরী এবং টেস্ট রাইডের পর ছিল জিমখানা। জিমখানা হচ্ছে একটি জিগজ্যাক বা আকাবাঁকা একটি খেলা যেখানে বাইকারদের কম সময়ে একটা রাউন্ড শেষ করতে হবে। যারা কম সময়ে জিমখানা রাইড সম্পন্ন করতে পারেছেন তাদের জন্য ছিল ইয়ামাহা এর পক্ষ থেকে উপহার। এছাড়া এই ইভেন্টে ছিল ডিজে শো, ফায়ার ওয়ার্কস শো এবং কনসার্ট।

অপর দিকে তারা এই ইভেন্টে শো করেছে ইয়ামাহা এর মনস্টার স্পোর্টস বাইক Yamaha YZF R1M । বাইকাররা এই বাইকটির সাথে ছবি তুলেছে এবং বাইকটি দেখে খুব খুশি হয়েছে। তারা বাইকটি রাইড করার ইচ্ছেও পোষণ করেছে।

বরিশালের সিটি মেয়ের  সেরনিয়াবাত সাদিক আবদ্দুলাহ এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিল। তিনি নিজের বাইকে ইভেন্টে এসেছিলেন। তিনি বাইকারদের বাইক রাইড নিয়ে উৎসাহ প্রদান করেন। সেই সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এছাড়া মিস্টার সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর, এসিআই মোটরস  সেখানে উপস্থিত ছিলেন। এসিআই এর কর্মকর্তা সহ YRC ক্লাবের মেম্বাররা উপস্থিত ছিলেন।

ফিচার বিজ্ঞাপন

USA Visa (for Businessman)

মূল্য: 5,000 Taka

আমরা টিম বাইকবিডিও এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিলাম। সেখানে আমরা বাইকারদের সাথে দেখা করি। এছাড়া আমরা বাইকারদের জন্য কুইজ আয়োজন করেছিলাম। সেখানে যারা বিজয়ী হয়েছিলেন তাদের আমরা টি-শার্ট দিয়ে ছিলাম।

ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা সব সময় এই ধরনের ইভেন্ট আয়োজন করে আসছে। ঢাকা, খুলনা, কক্সবাজারের পর  বরিশাল রাইডিং ফিয়েস্তা ২০২১ করোনা পরবর্তিতে এটি বড় ধরনের একটি ইভেন্ট। আমরা আশা করছি ইয়ামাহা পুরো বাংলাদেশে এই ইভেন্টের আয়োজন করবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৯৬ বার পড়া হয়েছে