প্রতিষ্ঠার ৫ম বছরে পা দিতে যাচ্ছে অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com)। এ উপলক্ষে অথবা ডট কম ক্রেতাদের জন্য নিয়ে আসছে বিশেষ অফার ও মূল্যছাড়। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার অথবা ডট কম এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সার্চ ফর ফাইভ, ছাড়ের ছড়াছড়ি, গিফট অফ ফাইভ’সহ ৫টি আকর্ষণীয় অফারের ঘোষণা দেওয়া হয়। ‘অথবা ডট কম’ এর হেড অব বিজনেস আদিল খান বলেন, ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ‘সার্চ ফর ফাইভ’ নামে একটি অফার দিচ্ছি, যার আওতায় ক্রেতারা ‘অথবা ডটকম’ থেকে যে কোন মূল্যের পণ্য ৫ টাকা মূল্যে কিনতে পারবেন। সেজন্য তাকে বিভিন্ন ক্যাটাগরি থেকে পণ্যটি সার্চ করে খুঁজে নিতে হবে।

‘বাড়াবাড়ি ডেলিভারি’ অফারের আওতায় ৫ জন ভাগ্যবান ক্রেতা পণ্য অর্ডার করলে ডেলিভারির সময় পেতে পারেন মেগা সারপ্রাইজ গিফট। ‘গিফট অফ ফাইভ’ এ পণ্য অর্ডার করলেই যেকোনো ক্রেতা পেতে পারেন স্পেশাল গিফট। আর বর্ষপূর্তিতে পাঁচ দিন ব্যাপী প্রতিদিনই থাকছে ‘স্পেশাল ডে’ যাতে ক্রেতাদের জন্য থাকছে কম্বো স্পেশাল অফার। এ অফারগুলো চলবে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরও বলেন, ক্রেতারা ‘অথবা ডটকম’ এর সাইটে গিয়ে বই, পোশাক, ঘড়ি, গিফট আইটেম, স্মার্টফোন, ইলেকট্রনিকস পণ্য, বাইসাইকেল, ফার্নিচার, মেকআপ বক্স ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন ধরণের পছন্দের পণ্য ক্রয়ে পাবেন ৫৭ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ‘ছাড়ের ছড়াছড়ি’ নামে এই অফার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও ২০০ টাকার বেশি প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য ক্রয়ে ক্রেতারা পাবেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা।

ফিচার বিজ্ঞাপন

Alexandria & Cairo 6D/5N

মূল্য: 38,900 Taka

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

চায়না ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৭২ বার পড়া হয়েছে