বর্ষার প্রকৃতির সঙ্গে উদাস হয়ে যাওয়া মনের কাহিনি এ দেশের শিশুরাও বোঝে।তবে বৃষ্টির সান্নিধ্য যখন ঘরের ভেতরেও প্রভাব ফেলে, বাস্তবতায় চলে আসে মন। খোলা বারান্দা কিংবা জানালার পাশে থাকা আসবাব ভিজে যেতে পারে বৃষ্টির ছাটে।
সকালে রোদ দেখে বেরোলেন বাসা থেকে, কিন্তু বাসায় ফেরার আগেই হয়ে গেল একপশলা বৃষ্টি। এমন ঘটনা নেহাত কম ঘটে না, কিংবা কর্মস্থলের এলাকায় পথঘাট রইল শুকনা খটখটে, এদিকে ‘বর্ষাস্নাত’ হয়ে পড়ল বাসায় থাকা শখের আসবাব।
বাসায় কেউ থাকলেও তিনি যে বৃষ্টি এলেই ঝটপট ঘরের সব জানালা আটকে দেবেন, আবার বৃষ্টি থামলে সব জানালা খুলে দেবেন—এমনটা সব সময় সম্ভব না-ও হতে পারে। তিনি বৃষ্টি শুরুর মুহূর্তেই হয়তো ঢুকেছেন গোসলখানায়, বেরিয়ে এসে আসবাব বাঁচানোর কাজটি শুরু করার আগেই আসবাবের অর্ধেকটা ভিজে একশা। তা ছাড়া এমন কষ্টকর দায়িত্ব কোনো একজনের ঘাড়ে ফেলে রাখাটাও খুব দায়িত্বশীল আচরণ নয়। কী ব্যবস্থা নিলে প্রাণভরে বৃষ্টিও উপভোগ করা যাবে, আবার আসবাবও থাকবে ঠিকঠাক? ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত দিলেন সেই পরামর্শ।
আসবাবের পুনর্বিন্যাস ও যত্ন
বর্ষার শুরুতেই বাড়ির আসবাবের বিন্যাস খানিক অদলবদল করে নেওয়া ভালো। তাতে পুরো বর্ষায় আসবাব নিয়ে কম ঝক্কিতে পড়বেন। তাসমিয়া জান্নাত জানালেন, কাঠ কিংবা প্রক্রিয়াজাত কাঠ (প্রসেসড উড) দুটিই পানিতে ক্ষতিগ্রস্ত হয়। প্রক্রিয়াজাত কাঠের আসবাব বরং কাঠের চেয়েও বেশি সংবেদনশীল। তাই আসবাব জানালা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে সাজিয়ে ফেলুন। বক্সজাতীয় আসবাবের নিচে অস্থায়ী উঁচু পায়া করে নিতে পারেন, যাতে ভেজা মেঝের আর্দ্রতায় আসবাবের ক্ষতি হয় না। এ সময় আসবাব মুছতে ভেজা কাপড় বা ভেজা ব্রাশ ব্যবহার করা ঠিক নয়। ভেজা হাতে আসবাব স্পর্শ করা থেকেও বিরত থাকুন।
ফিচার বিজ্ঞাপন
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
ভুঁড়ি কমান, সুস্থ থাকুন
Kolkata – Gangtok (Sikkim) 5D/4N
যা বৃষ্টি ধরে যা
বৃষ্টি না থাকলেও বর্ষাকালে বাতাসের ভেজা ভাব অনুভব করা যায় সহজেই। বিছানার চাদর, সোফার কাভার ভেজা ভেজা লাগে অনেক সময়। তাই ঘরে ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
বৃষ্টি আপনার-আমার খেয়ালে থামবে না। তবে চাইলে ঘরের ভেতরে আসা বৃষ্টির ছাট একটু হলেও কমানো সম্ভব। জানালায় এমনভাবে কাপড়ের স্তর করে দিন (উঁচু থেকে), যাতে বৃষ্টির ছাট বাধা পায়। বৃষ্টিতে কাপড়ের স্তরটা ভিজবে, কিন্তু ভেতরের আসবাব অনেকাংশে রক্ষা পাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন২৫৫ বার পড়া হয়েছে





