বর্ষায় প্রকৃতি রূপ-রঙে নতুন করে সাজে। নবীন প্রাণের ছন্দে তাল তমাল শাল পিয়াল আর মরাল কপোতের বন বীথিকায় চোখে পড়ে বকুল, কদম, জারুল, পারুল, কৃষ্ণচূড়া ও রাধাচূড়াসহ অসংখ্য ফুল। প্রকৃতি প্রেমিক মানুষের কাছে তাই বর্ষা নিয়ে আসে অভিনব ব্যঞ্জনা।
তাইতো বাঙালি মননে সবচেয়ে বেশি রোমান্টিকতার সুর বেজেছে এই বর্ষায়। মন ভালো করা এই ঋতুতে আপনার অন্দরও যদি বর্ষার সঙ্গী হয়ে যায়, তাহলে নিশ্চয় মন্দ হবে না! তাই বর্ষায় আপনার বাড়িকেও সাজান প্রকৃতির মতো নতুন করে।
১.বর্ষাকাল মানেই সবুজের ছোঁয়া। তাই বাড়িতে ফুলদানি কিংবা কাচের পাত্রে পানি ভরে ফুলগাছ রাখতে পারেন। অনেকের বাড়িতে সুগন্ধির বোতলও থাকে। সেটা দেওয়ালে ঝুলিয়েও তাতে জুঁই, লিলি ইত্যাদি ছোট ছোট গাছ রাখতে পারেন।
২. ঘরের মধ্যে বাতাসের শব্দ পেলেই একটা আলাদা শিহরণ জেগে ওঠে, মন ভালোর মেজাজ চলে আসে। তাই ব্যবহার করতে পারেন উইন্ড চাইম। লাগিয়ে রাখুন বারান্দা বা বড় জানালা সংলগ্ন কোনো জায়গায়। বাঁশ কিংবা অ্যালুমিনিয়ামের উইন্ড চাইম ব্যবহার করতে পারেন। বাতাস লাগ্সুলেই সুন্দর শব্দ হবে ।
৩.ঘরে রঙিন কুশন, সোফা কভার ব্যবহার করুন। পারলে একটু গাঢ় রঙের কভার দিন। ঘরের মধ্যে রঙের উত্তাপ ছড়াতে লাল, নীল কিংবা ঘন সবুজ রঙের চাদর বিছানায় রাখতে পারেন।
ফিচার বিজ্ঞাপন
৩০০ফিট ও জিন্দা পার্ক প্রাইভেট ডে লং ট্যুর
Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N
Singapore Tour with Universal Studio 4D/3N
৪.ঘরের কোণে টেবিলে বা স্টাডি টেবিলে সুগন্ধি মোমবাতি রাখতে পারেন। মোমবাতির সুন্দর গন্ধ ঘরের পরিবেশে অন্য মাত্রা এনে দেবে। মন খারাপেও ম্যাজিকের মতো কাজ করে সুগন্ধি।
৫.ঘর থেকে ভারী পর্দা সরিয়ে দিন। এই সময় ঘরে ঠিক মতো আলো-বাতাস আসা দরকার, তাই ভারী পর্দার স্থানে হালকা পর্দা লাগান। এক্ষেত্রে লেসের পর্দা লাগাতে পারেন, আলো বাতাস দুই-ই অনায়াসে আসবে।
৬.বর্ষাকালে স্যাঁতসেতে পরিবেশ থাকে। তাই ঘরের ময়লা সময় মতো পরিষ্কার করুন। বৃষ্টিতে ভেজা ছাতার পানি যাতে ঘর নষ্ট না করে সেজন্য ঘরের কোণে বা বারান্দায় ছাতা রাখার একটা জায়গা করে নিন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)১৫২ বার পড়া হয়েছে