স্যাঁতসেঁতে মেঝে, ড্যাম্পড দেওয়াল বর্ষায় ঘরে ঘরে দেখা যাওয়া সাধারণ সমস্যা। বৃষ্টির দিনে ঘরবাড়ি ঝকঝকে রাখার জন্য রইল ১৮ টি সহজ ও কার্যকরী টিপস

  •  বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশে মস এবং ফাঙ্গাস জন্মে যা নতুন পুরনো দুধরণের বাড়ির জন্যই ক্ষতিকর। তাই বর্ষা শুরু হওয়ার আগেই দেওয়াল এবং ছাদের সমস্ত ভাঙা কিংবা ফাটা মেরামত করে নিন যাতে এগুলো জন্মানোর সুযোগ না পায়।
  • ঘরের বাইরের ভাঙা কিংবা ফাটা দেওয়াল মেরামত করে সেখানে ওয়াটারপ্রুফ পেইন্টিং করুন যাতে বৃষ্টি কোন ক্ষতি না করতে পারে।
  •  ছাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। আপনার বাড়িতে যদি জলছাদ না করা থাকে তবে ছাদের চারপাশের ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক করুন যাতে ছাদের কোনভাবেই পানি না জমে থাকতে পারে।
  •  বর্ষা আসার আগেই ঘরের বাইরে এবং ভেতরের সমস্ত বৈদ্যুতিক তার চেক করান। দুর্ঘটনা এড়াতে কোন লিকেজ থাকলে ঠিক করিয়ে ফেলুন।
  •  জানালা আর ব্যালকনির উপরে শেড না থাকলে কৃত্রিম শেডের ব্যবস্থা করুন। এখন নানারকম রঙিন টিনও পাওয়া যায় যা দিয়ে শেড বানাতে পারেন। এতে করে বৃষ্টির পানি ঘরে যেমন আসবে না তেমনি গ্রিল বা দেওয়ালের পেইন্টও নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
  •  বর্ষার দিনে মশা ও পোকামাকড় বাড়ে প্রচুর। আগে থেকে করা না থাকলে এই বর্ষাতেই বাড়ির জানালা, দরজায় নেট লাগানোর ব্যবস্থা করুন। এতে ভেন্টিলেশনও ঠিক থাকবে।
  • ঢাকায় হয়ত সেভাবে বাড়িতে ঢোকার আলাদা রাস্তা থাকে না গেট থেকে। কিন্তু এখনও সারাদেশেই বাড়িতে ঢোকার জন্য আলাদা পাকা কিংবা কাঁচা রাস্তা থাকে। সেসব রাস্তা আগে থেকেই পরিষ্কার করতে হবে যাতে কোনভাবেই পিচ্ছিল না হয়ে যায়। বিশেষত ঝোপঝাড় পরিষ্কার রাখুন যাতে সেগুলো পচে রাস্তা পিচ্ছিল না করে। ঘাস কিংবা ছোট গাছপালা পরিষ্কার করে সেখানে সম্ভব হলে গ্লিসারিন বা ক্লোরিন সলিউশন ছিটান যাতে বৃষ্টির মৌসুমে আবার নতুন করে আগাছা ফিরে না আসে।
  • জোর বৃষ্টিতে যদি আপনার ঘরের কোন জানালা কিংবা ভেন্টিলেশনের পাশ দিয়ে ঘরে পানি আসে তাহলে অবশ্যই মিস্ত্রী ডেকে চেক করান। কোথাও কোন ফাটা কিংবা ছিদ্র থাকলে পুটি কিংবা সিমেন্টের সাহায্যে ঠিক করুন। এগুলো শুধুমাত্র বৃষ্টিই থামায় তা না, পোকামাকড়, মশা, ধুলাবালি নিয়ন্ত্রণ করার পাশাপাশি এসির বিলও নিয়ন্ত্রণে রাখে।বৃষ্টিতে ডাম্প হয়ে যাওয়া দেওয়াল
  • বাড়িতে স্টোররুম থাকলে সেটা পরিষ্কার রাখুন। এসব জায়গায় সহজেই ড্যাম্প হয়ে যায়।
  • বাড়িতে যদি গাছ থাকে তবে তাদেরও বিশেষ যত্নের প্রয়োজন। যেসব গাছ পানিতে নষ্ট হয় তাদেরকে বৃষ্টির পানি থেকে সরিয়ে রাখুন। আর যেসব গাছের রোদ প্রয়োজন, তাদের রোদ লাগানোর ব্যবস্থা করুন।
  • বৃষ্টির দিনে সুইমিং পুলে শেওলা আর ময়লা জমা রোধ করতে পুলের দেওয়াল মাঝেমধ্যেই পরিষ্কার করেন। আর পুলের পানিতে ক্ল্রোরিন দিয়ে পরিষ্কার করুন।
  • বাড়ির চারপাশে কোথাও পানি জমতে দেবেন না যাতে মশা এবং অন্যান্য পোকামাকড় না জন্মাতে পারে।
  • বৃষ্টিতে যাতে নষ্ট না হয় তাই ঘরের বাইরে থাকা কাঠ, দড়ি, বেত, রট আয়রন কিংবা মেটালের আসবাব এই ঋতুতে ঘরে এনে রাখুন।
  • আসবাবপত্র সবসময় ঘরের দেওয়াল থেকে কয়েক ইঞ্চি দূরে রাখুন যাতে দেওয়াল থেকে আসবাবে ময়েশ্চার স্থানান্তরে বাঁধা পায়।
  • কাঠের দরজা বা জানালা বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলোতে মোম পালিশ করে রাখুন বা তেল দিন।
  • এই ঋতুতে বাড়িতে কাঠের কাজ না করানোই ভালো। বরং যেগুলো আছে সেগুলোর যত্নে মনোযোগ দিন।
  • কাঠের আলমারি কিংবা ওয়ার্ডরোবের ভেতরে অতিরিক্ত ময়েশ্চার শুষে নেওয়ার জন্য নেপথালিন রাখুন।
  • সারাবছর যেমন তেমন বর্ষায়, বাসার সমস্ত কার্পেট আর রাগ গুটিয়েই রাখুন। কারণ এগুলোতে সহজেই ময়লা আর ময়েশ্চার আটকে যায়। যদি ব্যবহার করতেই চান তবে প্লাস্টিক বা বাঁশের মেঝে ম্যাট বা মাদুর ব্যবহার করুন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka


৭৮০ বার পড়া হয়েছে