বর্ষায় ভ্যাপসা গরম, ধুলোবালি এবং খনে খনে বৃষ্টির কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তবুও এই প্রচণ্ড গরমের পর একটুখানি বৃষ্টির ছোঁয়া সবারই কাম্য। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়িঘর, জামাকাপড় এবং আসবাবপত্রে ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব লক্ষ্য করা যায়। কীভাবে স্যাঁতস্যাঁতে ও ভেজাভাব থেকে মুক্ত হয়ে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলবেন জেনে নিন কিছু পরামর্শ।
* বর্ষায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘরের মেঝে ঘেমে যায়। এতে করে মেঝে স্লিপি হয়ে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। মেঝে ঘেমে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। সেই সঙ্গে ফ্যান ছেড়ে রাখুন।
* ফ্রিজ, ওভেন, ডিপফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক্সের প্রয়োজনীয় জিনিসগুলো বর্ষায় ঘামে। খেয়াল রাখুন ফ্রিজের গায়ে ভেজাভাব দেখলেই শুকনো গরম কাপড় দিয়ে মুছে নিন এবং ফ্যান ছেড়ে শুকিয়ে নিন।
* রান্নাঘরের বেসিনের আশপাশের জায়গাটি ব্যবহৃত হয় বেশি। যার ফলে ভেজা থাকে। আর বর্ষায় তো ভেজাভাব একটা সাধারণ বিষয়। তাই যতটা সম্ভব রান্নাঘর শুকনা রাখার চেষ্টা করুন।
* রান্নাঘরে এডজাস্ট ফ্যান এবং কুকার হুট ছেড়ে রাখুন।
* রান্নাঘরের টাওয়াল তেল চিটচিটে হয়ে যায় খুব দ্রুত। তাই ভারি টাওয়াল না রেখে পাতলা সুতির টাওয়াল রাখুন। এতে টাওয়াল পরিষ্কার করতে সুবিধা হবে এবং ধুলে সুতির টাওয়াল তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
* বর্ষাকালে ভোল্টেজের সমস্যা হয়। আর এর ফলে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখা খাবার ভালো করে গরম করে এরপর খাওয়ার চেষ্টা করুন।
* ঘরে ইনডোর প্লান্টস থাকলে বৃষ্টির পানি জমে থাকলে পানি ঝরিয়ে নিন। জমে থাকা পানিতে গাছের গোড়া পচে যাবে।
* বর্ষায় সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে কাজ করে রুম ফ্রেশনার। তাই কিছুক্ষণ পরপর স্প্রে করুন, এতে ঘরের ভেতরের ভেজা গন্ধ কমে আসবে খুব সহজেই।
ফিচার বিজ্ঞাপন
Siliguri – Gangtok (Sikkim) 6D/5N
Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N
দুবাই ও তুরস্ক ৭দিন ৬ রাত
* বৃষ্টির পানিতে জুতা ভিজে গেলে খবরের কাগজ দিয়ে চাপ দিন, কাগজ বৃষ্টির পানি শুষে নেবে খুব সহজেই।
* দেয়াশলাইয়ের কাঠি বর্ষায় ড্যাম্প হয়ে যায়। তাই চুলার পাশে কিছুক্ষণ দেয়াশলাই বক্সটি গরম করে নিন।
* এ সময়ে সুতি কাপড় না পরে সিনথেটিক্স ফ্যাব্রিক্সের জামাকাপড় পরার চেষ্টা করুন।
* কাজের জন্য বাইরে বের হতে হয়। বৃষ্টির জন্য তো আর ঘরে বসে থাকা যায় না। আর বাইরে বের হলেই জামাকাপড়ে দাগ লাগবেই। তাই বাড়ি ফিরেই কাপড় ধুয়ে ফেলুন।
* বর্ষায় ঠিকমতো সূর্যের রোদে কাপড় না শুকিয়ে নিলে কাপড়ে ভ্যাপসা গন্ধ থাকে। তাই পরার আগে আয়রন করে নিন কাপড়টি।
* আর সব সময় এই বর্ষাতে বডি স্প্রে ব্যবহার করার চেষ্টা করুন, জামাকাপড়ের গন্ধ দূর করতে ফ্রেশ ফ্রেগরেন্স ব্যবহার করুন।
* ঘরের ভেতরের ভেজাভাব দূর করার জন্য রুম ফ্রেশনার স্প্রে করুন। বাজারে বিভিন্ন ফ্রেগরেন্সের ফ্রেশনার পাওয়া যায়। তাই নিজের পছন্দের রুম ফ্রেশনারটি কিনে আনুন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৮৭৩ বার পড়া হয়েছে