বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যোগ হয়েছে ভাড়ায় আনা আরেকটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, শনিবার ভোর রাতে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

কুয়েতের আলাফকো এভিয়েশন লিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ছয় বছরের জন্য ভাড়ায় আনা এই উড়োজাহাজটি হবে বিমান বহরের ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের বহরে এর আগে ১৪টি উড়োজাহাজ ছিল। এর মধ্যে একটি বোয়িং ৭৩৭-৮০০, দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০, চারটি ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮।

এছাড়া বিমানের নিজস্ব অর্থে কেনা দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পৌঁছাবে জুলাই ও সেপ্টেম্বর মাসে।

হজ মৌসুমে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে ভাড়ায় আনা একটি এয়ারবাসও শুক্রবার ভোর ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে বলে জানান বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

ফিচার বিজ্ঞাপন

Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N

মূল্য: ১৮৯০০ টাকা

পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

আরেকটি এয়ারবাস আগামী সপ্তাহের মধ্যে বহরে যুক্ত হবার কথা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, হজ মৌসুমে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে এয়ার এশিয়া এক্স কোম্পানি থেকে এ ৩৩০-৩৪৩ মডেলের দুটো এয়ারবাস ৭৫ দিনের জন্য ভাড়া নেওয়া হবে। প্রতিটি এয়ারবাসের আসন সংখ্যা ৩৭৫।

আগামী ১লা জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর‌্যন্ত এই এয়ারবাসে ফ্লাইট পরিচালনা করা হবে। চলতি হজ মৌসুমে হজ ফ্লাইট পরিচালনার জন্য চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৮৪৪ বার পড়া হয়েছে