যুক্তরাজ্যে করোনার প্রাদুর্ভাব চরম পর্যায়ে বিরাজ করার কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইতোমধ্যেই ওই দুই ফ্লাইটের যাত্রীদের বাতিলের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
সোমবার বিমানের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দুইটি অতিরিক্ত ফ্লাইট চালোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। শুধু এই দুইটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। তবে, এই রুটে অর্থাৎ সিলেট-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফিচার বিজ্ঞাপন
মিশর ভিসা (চাকুরীজীবী)
Water Lodge
দুবাই ও মিশর ৭দিন ৬ রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২২৬ বার পড়া হয়েছে