আমরা যারা বাইকার আছি অনেক সময় দেখা যায় বিভিন্ন কারনে প্রিয় বাইকটিকে দীর্ঘদিন বন্ধ করে ফেলে রাখতে হয়। আর আমরা সবাই জানি যে কোন যন্ত্র দীর্ঘদিন বন্ধ করে ফেলে রাখলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে আপনি যদি কিছু কাজ করেন তাহলে আপনার বাইক বন্ধ রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
১/ বাইক ভালো করে ঢেকে রাখাঃ
আপনি যদি আপনার প্রিয় বাইকটি কখনো দীর্ঘদিনের জন্য বন্ধ রাখতে চান সবার প্রথমে আপনাকে বাইকটি ভালো করে ঢেকে রাখতে হবে। আমরা অনেকেই পাতলা কাপড় বা বাসায় যা আছে সেটা দিয়ে বাইক ঢাকি। কিন্তু আপনি যখন দীর্ঘদিনের জন্য বাইক অফ রাখবেন তখন চেষ্টা করুন ভালো কোন বাইকের কাভার দিয়ে বাইক ঢাকতে। এর ফলে আপনার বাইক ধূলাবালির হাত থেকে রক্ষা পাবে। আপনি যদি ভালো বাইকের কভার ব্যবহার করেন এতে আপনার বাইকের রঙও ভালো থাকবে।
২/ ব্যাটারির লাইন খুলে রাখাঃ
বাইক যখন দীর্ঘদিনের জন্য বন্ধ রাখবেন তখন অবশ্যই মনে করে বাইকের ব্যাটারির লাইনটি খুলে রাখুন। আপনি যদি বাইকের ব্যাটারির লাইন খুলে না রাখেন তাহলে আপনার বাইকের ব্যাটারি বসে যেতে পারে। সব সময় এই বিষয়টির দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন।
৩/ ইঞ্জিন অয়েল পরিবর্তন করে রাখাঃ
আপনি যদি খুব বেশিদিন বাইকটি বন্ধ অবস্থায় রাখতে চান তাহলে বাইক বন্ধ করে রাখার আগে বাইকে ভালো মানের সিনথেটিক ইঞ্জিন অয়েল রিফিল করুন। অনেক সময় মিনারেল ইঞ্জিন অয়েল অনেকদিন ফেলে রাখলে তাতে সমস্যা দেখা যায়।
৪/ ফুয়েল বের করে রাখাঃ
আপনার বাইক যদি দীর্ঘদিন ব্যবহার করা না হয় তাহলে বাইকের ফুয়েল ট্যাংকের ফুয়েল বের করে রাখুন। যদি আপনি ফুয়েল বের করে না রাখেন তাহলে এই ফুয়েল বাতাসের সংস্পর্শে এসে কমে যেতে থাকবে এবং একটা সময় ট্যাংকের মধ্যে গ্যাসের সৃষ্টি করবে।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Dhow cruise- Desert safari) 4D/3N
বালি আটি জমিদার বাড়ি প্রাইভেট ডে লং ট্যুর
ব্যাংকক-পাতাইয়া-কোরাল আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৫দিন ৪ রাত
৫/ গ্রিজ দিয়ে রাখাঃ
ইঁদুর আমাদের অনেকের বন্ধ বাইক খুব বেশি পছন্দ করে। অনেকের সাথেই এমনটা হয়েছে বাইক দীর্ঘদিন বন্ধ করে রাখার পর যখন তারা চালু করতে আসে তখন দেখতে পায় ইঁদুরে বাইকের ক্যাবল নষ্ট করে দিয়েছে অথবা বাইকে ইঁদুরের বসবাস। আপনি এই সমস্যার হাত থেকে বাচতে গ্রিজ ব্যবহার করতে পারেন। যে যে স্থানে ইঁদুরের আক্রমণের সম্ভাবনা থাকে সে স্থানগুলোতে গ্রিজ দিয়ে রাখুন।
৬/ নিরাপত্তার দিকে লক্ষ্য রাখাঃ
আপনি
যখন আপনার বাইক বন্ধ রেখে সংরক্ষণ করবেন তখন বাইকটি রাখার জন্য ভালো কোন
জায়গা নির্বাচন করুন। এমন কোথাও বাইক রাখবেন না যেখান থেকে আপনার বাইকটি
চুরি হওয়ার সম্ভাবনা থাকে।
যদি সম্ভব হয় সব সময় চেষ্টা করুন ভালো মানের তালা ব্যবহার করতে। ভালো একটি
তালা আপনার বাইকের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করতে পারে, তাই এই দিকটায়
বিশেষভাবে লক্ষ্য রাখুন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩০০ বার পড়া হয়েছে