বেশির ভাগ মোটরসাইকেল কোম্পানি তাদের ঈদ অফার ইতি মধ্যে ঘোষনা করে ফেলেছে। আর সেই সূত্র ধরে বাজাজ অটো বাংলাদেশ লিমিটেড নিয়ে এসেছে সর্বোচ্চ ২২,০৭৩/- টাকার ক্যাশব্যাক – বাজাজ ঈদ অফার ২০২০ । এই অফারটি দেয়া হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে।

বাংলাদেশে মোটরসাইকেল সেলস এর দিক থেকে গত ২০ বছর ধরে বাজাজ ১ নাম্বার পজিশনে রয়েছে। বাংলাদেশে বাজাজের ১০০ থেকে ১৬০সিসি পর্যন্ত সেগমেন্টের বাইক রয়েছে।

বাজাজ মোটরসাইকেল Bajaj NS160 FI ABS বাইকে দিচ্ছে সর্বোচ্চ ২২,০৭৩/- টাকার ক্যাশব্যাক অফার। বাইকটি বাজাজ পালসার ফ্যামিলিতে যুক্ত হয়েছে। বাইকটি গত বছর লঞ্চ করা হয়েছে । বাইকটিতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম দেয়া হয়েছে, যা বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলে প্রথম। বাইকে আরও যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS (Anti Lock Braking System), যা সামনের চাকার সাথে যুক্ত।

Bajaj NS160 বাইকটিতে দেয়া হয়েছে, ১৬০সিসি অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটিতে নতুন ভাবে দেয়া হয়েছে ৪টি ভাল্ব এবং এই ইঞ্জিন থেকে 15.3 BHP এবং 14.6 NM টর্ক উৎপন্ন হয়। ওজনে বাইকটি হচ্ছে ১৪২ কেজি। এছাড়া যুক্ত করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন যুক্ত করার কারনে মাইলেজ ভাল হয়েছে এবং এক্সেলারেশন স্মুথ হয়েছে।

বাংলাদেশে বাজাজ পালসারের অনেক গুলো ভার্সন রয়েছে। বর্তমানে বাংলাদেশে পালসারের ৬টি ভার্সন রয়েছে ১৫০ – ১৬০ সিসি সেগমেন্টে। বাজাজ পালসার ১৫০ অন্যতম সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। এদের মধ্যে Pulsar 150 TD ছিল অন্যতম আকর্ষণীয় বাইক।

বাজাজ ঈদ অফার ২০২০ – ক্যাশব্যাক অফার

Model NameOld Price (BDT)Eid Offer Price (BDT)
Pulsar NS160 Fi & ABS2,54,9002,32,827
Pulsar NS 160 ABS1,99,9001,89,900
Pulsar NS1601,96,9001,82,900
Pulsar 150 TD1,86,9001,76,900
Pulsar 150 SD1,70,9001,64,900
Pulsar 150 Neon1,54,9001,48,900
Discover 125 Disc1,31,5001,24,500
Discover 125 Drum1,24,5001,17,500
Discover 110 Disc1,19,5001,12,500
Platina 100 ES97,90091,900
CT 100 ES93,50083,500

এই ক্যাশব্যাক অফার বাজাজ দিচ্ছে ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পালসার সিরিজে ক্যাশব্যাক অফার। ৭,০০০/- টাকার ফ্ল্যাট ডিস্কাউন্ট দেয়া হচ্ছে বাজাজ ডিস্কভার সিরিজে। Bajaj CT100 ES বাইকটি ১০০সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় বাইক, তবে বাইকটি গ্রাম্য এলাকায় বেশি দেখা যায়। ১০,০০০/- টাকা ডিস্কাউন্টের পর বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৪৩,৫০০/- টাকা।

এখন আপনি চাইলে সিটি ব্যাংক বা প্রাইম ব্যাংক এর লোনের মাধ্যমে বাজাজ মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। আপনি ৮০% লোন সুবিধা নিতে পারবেন। যদি আপনার বাজাজ বাইক পছন্দ হয়ে থাকে তবে আপনি আপনার নিকটস্থ বাজাজের শোরুমে যোগাযোগ করুন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৪৯৪ বার পড়া হয়েছে