করোনার আগেও দেশজুড়ে ইলেকট্রিক স্কুটারের ব্যাপক চাহিদা বাড়ছিল। আর করোনার সংক্রমণকালে সেই সংখ্যাটাই কয়েকগুণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ভাবে সাইকেলের চাহিদা বাড়ছে, ঠিক তেমন ভাবেই বাস-অটো-অ্যাপ ক্যাবের ঝক্কি ছেড়ে মানুষ এখন ইলেকট্রিক স্কুটার কিনতেই অধিক আগ্রহী। আর সেই চাহিদার দিকটা মাথায় রেখেই BGauss নামক ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা সম্প্রতি দুটি ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারের চিত্তাকর্ষক ফিচার্সগুলি এবং দাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্যে নজর রাখা যাক।
BGauss A2 ইলেকট্রিক স্কুটারের ফিচার্স:
BGauss-এর এই A2 স্কুটারে থাকছে 250W মোটর, যার সর্বোচ্চ স্পিড প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার। এতে লেড-অ্যাসিড ব্যাটারি ব্যবস্থা রয়েছে, যার দ্বারা কমপক্ষে 7-8 ঘণ্টা চার্জ থাকতে পারে। এ ছাড়াও রয়েছে রিমুভেবল 1.29 কিলোওয়াট/ঘণ্টা লিথিয়াম আয়ন ব্যাটারি, যার দ্বারা এই বৈদ্যুতিক স্কুটারে তিন ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। তবে তার থেকেও গুরুত্বের বিষয়টি হল, একবার চার্জ দিলেই এই ইলেকট্রিক স্কুটার 110 কিমি অবধি ছুটতে পারে। দুটি ভ্যারিয়ান্টসেই 10 ইঞ্চির অ্যালোয় হুইল দেওয়া হয়েছে। আবার দুই দিকে পাওয়া যাবে 180 মিমি ডিস্ক ব্রেকও। এ ছাড়াও অসাধারণ রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম রয়েছে চমৎকার এই স্কুটারে।
BGauss B8 ইলেকট্রিক স্কুটারের ফিচার্স:
BGauss-এর B8 মডেলের মূলত তিনটি ভ্যারিয়ান্টস রয়েছে। সেগুলি হল লিড-অ্যাসিড, লিথিয়াম-আয়ন এবং এলআই প্রযুক্তি মডেল। তিনটি মডেলেরই সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 50 কিমি প্রায়। তবে এই সকল ভ্যারিয়েন্টসের মধ্যে যেটির দাম সর্বাপেক্ষা বেশি তাতে থাকছে, নেভিগেশন অ্যাসিস্ট, রাইড মেট্রিক্স, রিমোট ডায়াগনস্টিকস, লাইভ ট্র্যাকিং, জিও-ফেন্সিংয়ের মতো অত্যাধুনিক ফিচার্স। সংস্থার তরফে দাবি করা হয়েছে, লিড-অ্যাসিড মডেলটি একবার চার্জ দিলেই ঘণ্টায় 78 কিমি অবধি দৌড়বে। আর সেই জায়গায় লিথিয়াম আয়ন মডেলটি একবার ফুল চার্জে ব্যাটারি 70 কিমি অবধি ছুটতে পারে। এতে 180 মিমি ডিস্ক ব্রেকও রয়েছে।
BGauss A2 স্কুটারটি দুটি ভ্যারিয়ান্টসের সঙ্গেই আপাতত বাজারে লঞ্চ করেছে। অন্যদিকে BGauss B8 মডেলে রয়েছে মোট তিনটি ভ্যারিয়ান্টস। দুটি স্কুটারই আদতে হায়ার পারফর্মার ভার্সন। দুটি মডেলরই সবথেকে উল্লেখযোগ্য ফিচার হল 1900W, হাব-মাউন্টেড মোটর এবং 1.45 kWh ব্যাটারি। তাছাড়াও লেড-অ্যাসিড ব্যাটারি রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি ইত্যাদি ভ্যারিয়ান্টেসর জন্যই এই দুই ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করার সঙ্গে সঙ্গেই জনপ্রিয় হয়ে উঠেছে।
ফিচার বিজ্ঞাপন
ইস্তানবুল ও কাপাডোসিয়া ৫দিন ৪ রাত
Domain Registration
জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত
BGauss A2 এর লেড অ্যাসিড ভ্যারিয়্যান্টের দাম 52,499 টাকা। অন্যদিকে এর লিথিয়াম আয়ন ভ্যারিয়্যান্টের দাম 67,999 টাকা। BGauss B8 মডেলটির লেড অ্যাসিড ভ্যারিয়্যান্টের দাম 62,999 টাকা। আবার লিথিয়াম আয়ন ও এলআই ভ্যারিয়্যান্টের দাম যথাক্রমে 82,999 টাকা ও 88,999 টাকা। যদিও এগুলির সবই এক্স শোরুম প্রাইস। তবে সবথেকে আকর্ষণীয় অফারটি হল, এই দুই বৈদ্যুতিক স্কুটারই মাত্র 3 হাজার টাকা দিয়ে কোম্পানির ওয়েবসাইটে বুক করা যাবে। এই অফার কিন্তু বেশি দিনের জন্য নয়। তাই বেশি না ভেবে এখনই বুক করে ফেলুন।
Image & Source: eisomoy
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৬৪ বার পড়া হয়েছে