রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন যেন প্রকৃতির অপার নীলাভূমি। অপরূপ সাজে সজ্জিত নানান দৃশ্য যেন হাতছানি দেয় এখানে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের।

জেলার বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা সপরিবারে ছুটে আসেন এখানে। বারুগ্রামের আবাসন এলাকায় অবস্থিত বিলের জলছোঁয়া বাতাস ভেসে বেড়ায় মাঠে-প্রান্তরে। আকাশের কালো মেঘের ভেলা দিগন্তরেখার চারপাশে আগুন রাঙায়, আলোড়িত করে হাজারও দর্শনার্থীদের। এমন সুবাতাস পেতে কার না সাধ জাগে! তাই তো দিনের সব কর্মযজ্ঞ শেষে নিজেকে একটু প্রকৃতির ছোঁয়াতে ভাসিয়ে দিতে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রকৃতির বৈকালিক স্নিগ্ধতার স্পর্শ পেতে সব বাধা উপেক্ষা করে সব দুঃখ-কষ্ট ভুলে থাকতে নিজেদের হাজির করেন এই প্রকৃতির কাছে।

বারুগ্রামের আবাসনে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক সোহেল মিয়া, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, মীর সৌরভ ও রুবেল লালন চিশতি জানান, রাজবাড়ীর মধ্যে বালিয়াকান্দির এই জায়গাটি সত্যি অপূর্ব। প্রকৃতির মুগ্ধতা ও নির্যাস সঙ্গে প্রকৃতির আসল স্বাদ এখানে পাচ্ছেন তারা।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa for Lawyer

মূল্য: 20,000 Taka

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

দারুণ এ জায়গাটিতে যেমন রয়েছে সবুজের সমারোহ, তেমনি রয়েছে চারপাশে বিলের থই থই পানি।  বিলের মাঝ দিয়ে বয়ে চলা মেঠোপথ আর পথের দুই ধারে থাকা সারিবদ্ধ বাবলাগাছ প্রৃকতিপ্রেমীদের আরও আকৃষ্ট করে বলে জানিয়েছেন তারা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৭২ বার পড়া হয়েছে