একটা সময় অবধিও থালা-বাসনজড়িয়েছিল রান্না আর খাবারের সঙ্গে। কিন্তু সে সব দিন এখন অতীত। দিন যত এগিয়েছে দেখার ভঙ্গিও বদলেছে। ক্রকারি এখন আর কাপবোর্ডে বন্দি নেই। বরং তারা স্বমহিমায় দেওয়ালে, টেবিলে জায়গা করে নিয়ে অন্দরসজ্জার ভোলই বদলে দিয়েছে। ভাল মানের সেরামিক কোনও অংশেই দামি কাঠের আসবাবের চেয়ে পিছিয়ে নেই।
প্রথমে নিজের বাড়িতে থাকা হরেক ক্রকারির মধ্যে থেকে কোনগুলো সেরা, তা বেছে নিন। এই মুহূর্তে যে ধরনের সাজ আপনার ঘরের রয়েছে, তার উপরে ভিত্তি করেই প্রাথমিক ভাবে ক্রকারি বাছতে হবে। দেওয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে, নিউট্রাল টোনের ক্রকারি বেছে নিন। অন্যের নজর কাড়তে দেওয়াল যে রঙের ঠিক তার উল্টো ও উজ্জ্বল কোনও রঙের ক্রকারি নির্বাচন করলে বেশি ভাল হয়।
এ তো গেল দেওয়ালে ক্রকারি লাগানোর কথা। কাঠের ওয়াল হ্যাঙ্গিং বা ঝুলন্ত বাক্স লাগিয়ে তাতে নানা ধরনের ফুলদানি, কাচের বাহারি বাটি কিংবা সেরামিকের বয়াম রাখতে পারেন। এতে আপনার ঘরের সৌন্দর্য আরও বাড়বে।
ফিচার বিজ্ঞাপন
Cairo & Luxor 5D/4N
পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর
Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৩২ বার পড়া হয়েছে