যারা ভাড়া বাড়িতে বাস করে অভ্যস্ত তাদের অনেকেই এই মাসে বাসা বদল করবেন। মাসের শেষ বা শুরুর দিকে প্যাকিং করে নতুন বাসায় উঠতে অনেক ঝক্কি পোহাতে হবে স্বাভাবিক। এ সময়ে প্যাকিং নিয়ে নানান ঝামেলা হয়। নতুন বাসায় গিয়ে সবচাইতে বেশি ঝামেলা হয় নিত্য ব্যবহারের জিনিসগুলো খুঁজতে গিয়ে। বাসা পাল্টানোর সাথে সাথেই অনেক বাক্স–প্যাঁটরা খোলা হয় না। আর অতি প্রয়োজনের জিনিসগুলো কোন বাক্সে রেখেছেন সেটা খুজে পাওয়াই দুষ্কর হয়ে দাড়ায়।

দেখা গেল অফিসে যাবার সময় আপনার একটা কাপড় খুঁজে পেলেন, তো কাপড়ের বাকী অংশ হাওয়া। বেল্ট পেলেন তো ম্যাচিং জুতো পেলেন না। সকালে টুথব্রাশ পাওয়া গেলো অথচ টুথপেস্ট এর হদিস পাওয়া যাচ্ছে না। কী করবেন এমন অবস্থায়?

ব্যবস্থা নিতে হবে বাসা পাল্টানোর আগেই। নতুন বাসায় ওঠার পর যেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে সমস্যা না হয় তার জন্য জেনে নিতে পারেন একটি উপায়।

এর জন্য কী করতে হবে আপনাকে? তেমন কিছুই না। একটি ছোট বাক্স, কার্টন বা ব্যাগ আলাদা করে রাখুন। এখন এটাতে ২–৩ দিনের ঘরে পরার কাপড়, বাইরে পরার কাপড়, টয়লেট্রিজ, মেকআপের কিছু জিনিস, দুয়েক সেট জুতো, ফোন এবং ল্যাপটপের চার্জার, কিছু শুকনো খাবার ইত্যাদি আলাদা করে রাখুন। এটাতে চিহ্ন দিয়ে রাখুন। নতুন বাসায় উঠে তাহলে আর সমস্যা হবে না। অন্যান্য বাক্স খুলতে যে কয়দিন সময় লাগবে, সে কয়দিন এই বিশেষ ব্যাগ বা বাক্সে রাখা জিনিস দিয়েই আপনি চলতে পারবেন।

ফিচার বিজ্ঞাপন

তুরস্ক ভিসা (বিজনেসম্যান)

মূল্য: ১৫,০০০ টাকা

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

ঝামেলা মুক্ত বাসা বদল চাইলে আপনি এমনিতেই পুরো দায়িত্ব ছেড়ে দেবেন Sheba.xyz এর উপর। এই আরামের শিফটিং এর ভেতরেও সার্ভিস প্রোভাইযারকে আলাদা করে এই বাক্স বা কার্টনটার কথা মনে করিয়ে দিন। প্যাকিং থেকে পিকআপ সবকিছুই দায়িত্বের সঙ্গে করবে sheba.xyz। অ্যাপ থেকে বেছে নিন সেরা সার্ভিস প্রোভাইডারকে। ২৪ ঘন্টা কাস্টমার কেয়ারের সাহায্য নিতে ফোন করুন ১৬৫১৬ নম্বরে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৬৪ বার পড়া হয়েছে