বৈদেশিক মুদ্রার বিনিময় দরে ওঠাপড়া এবং ক্রমবর্ধমান কাঁচামাল ও উৎপাদন খরচ গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির সামনে দাম বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা রাখেনি। করোনা পরবর্তী লকডাউন এবং আর্থিক মন্দার কারণে গাড়ি বিক্রি কমে যাওয়ায় দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাগুলি। উল্টে বিক্রি বাড়াতে দামে ছাড় দেওয়া থেকে শুরু করে একাধিক সুবিধা ঘোষণা করা হয়েছিল। এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও হোন্ডা (Honda) তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। আগামী জানুয়ারি মাসেই গাড়ির দাম বাড়াতে চলেছে জাপানের এই গাড়ি নির্মাতা সংস্থাটি। এই কথা ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে হন্ডার তরফে। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে একটি সংবাদসংস্থা। গাড়ির দাম কতটা বাড়বে সেই বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

যদিও রেনল্ট-এর (Renault) তরফে আনুষ্ঠানিকভাবে গাড়ির দাম বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে। ভারতে তাদের বিভিন্ন মডেলের গাড়ির দাম ২৮ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে বলে জানিয়েছে ফরাসি এই গাড়ি সংস্থাটি। ভারতের বাজারে তিনটি মডেল বিক্রি করে রেনল্ট ইন্ডিয়া- Kwid, Triber এবং জনপ্রিয় SUV Duster। তাদের প্রতিটি মডেলের গাড়ির দাম বাড়ছে। ২০২১ সালের জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে।

মারুতি সুজুকি এবং হুন্ডাই মোটর ইন্ডিয়া তাদের সমস্ত গাড়ির দাম জানুয়ারি থেকে বাড়াতে চলেছে। তবে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা খুব সামান্যই হবে বলে দুই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। অডি ইন্ডিয়াও আগামী বছর তাদের গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়াবে বলে জানিয়েছে। বিভিন্ন মডেলের গাড়ির নতুন দাম ক্রমে প্রকাশ করা হবে বলে মাহিন্দ্রার তরফে জানানো হয়েছে।

ফিচার বিজ্ঞাপন

ইস্তানবুল ৪দিন ৩ রাত

মূল্য: ২৯,৯০০ টাকা

Premium Villa

মূল্য: ১৩,৫০০ টাকা/রাত

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৪২ বার পড়া হয়েছে