বায়ুদূষণ প্রতিরোধে সক্ষম একটি গাড়ি চীনের গুডউড ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। এ খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে।
জানা গেছে, গাড়িটির নকশা করেছেন ব্রিটিশ ডিজাইনার থমাস হিদারউইক। ২০২৩ সালের মধ্যেই গাড়িটি বাজারে আনা হবে বলেও আশা করা হচ্ছে। তবে গাড়িটির ব্যাপারে সমালোচনা করতে ছাড়েননি সমালোচকরা। গাড়িটি বায়ুদূষণ রোধে সক্ষম এ কথা তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থমাস হিদারউইক আরও কয়েকটি স্থাপত্য প্রকল্পে কাজ করেছেন। বিশেষ করে লন্ডনের নতুন ভার্সনের বাসের ডিজাইন তারই করা। তবে তিনি এই প্রথম গাড়ির ডিজাইন করেছেন বলে জানান।
বায়ুদূষণ রোধে সক্ষম গাড়িটির ডিজাইনার থমাস বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি ডিজাইনার হিসেবে তৈরি হচ্ছি তখন গাড়ির ব্যাপারে মানুষের চিন্তাভাবনা তেমন ছিল না। তখন মানুষ ফোর্ড সিয়েরা কিংবা ফিয়াট পান্ডা গাড়ি ব্যবহার করতেন।’
থমাস আরও বলেন, ‘আমরা যখন চীনে প্রথমবারের মতো আইএম মটরসের প্রস্তাব দিয়েছি তখন তারা আমাদের বায়ুদূষণ রোধে সক্ষম একটি গাড়ি নির্মাণ করতে বলেছিল। কিন্তু তখন আমি বলেছিলাম, আমি তো এই ব্যাপারে অদক্ষ। তারা বলেছিল, সেই কারণে তুমি এমন গাড়ি তৈরি করবে।’
প্রথম যেদিন প্রদর্শিত হয়েছে
চলতি বছরের এপ্রিলে চীনের সাংহাইয়ে এক প্রদর্শনীতে গাড়িটি প্রথম প্রদর্শিত হয়। গাড়িটির ভেতরটি প্রশস্ত। যা একটি ঘরের মতো। সেখানে ‘অ্যাডজাস্টেবল চেয়ার’ রয়েছে।
ফিচার বিজ্ঞাপন
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
Toyota Allion 2014 G Package
মালয়শিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
থমাস বলেন, ‘আমাকে প্রথমে ইলেক্ট্রিক গাড়ি তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু এটি তৈরি করলে গাড়িটি অন্যরকম দেখাতো।’
গাড়ির ভেতরে ঘর?
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটির ভেতরে ঘরের মতো জায়গা রয়েছে। যা এর মালিককে বেশ আরাম দেবে।
‘চলমান করোনা পরিস্থিতির কারণে অনেকেই নিরাপদ দূরত্ব মেনে চলছে। বাসা ও অফিসে আমরা অনেকেই এটি মেনে চলছি। আমি মনে করছি, করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য সহায়তা করবে এই গাড়ি।’
থমাস বিবিসিকে বলেন, গাড়ির ক্রেতাকে বেশি খরচ করতে হবে না। এর দাম ৪০ হাজার পাউন্ড।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন১৬৪ বার পড়া হয়েছে