# ভুল সময়ে অসাধারণ আইডিয়া!

ইউটিউবের অনেক আগেই, ‘৯০ এর দশকে pseudo.com অনলাইনে ভিডিও পাবলিশ করা শুরু করে। কিন্তু তাদের এই আইডিয়া ব্যর্থ হয় তখনকার ইন্টারনেটের গতির কারণে। এরকম শত শত উদাহরণ পাওয়া যাবে autopsy.io এবং CB Insights নামক ব্লগে। এই সাইটগুলোতে আলোচনা করা হয়, ঠিক কী কারণে ব্যবসাগুলো সফল হতে পারেনি। আপনার কাজ হলো এরকম উদাহরণগুলো দেখা আর বের করা যে, ১৫ বছর আগের ব্যর্থ হওয়া আইডিয়াটি আজকের প্রযুক্তি দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কি না ।

# বিনামূল্যে সেবা দিন 

ক্লিফসনোটস এর কথাই ধরা যাক। তারা বিভিন্ন বইয়ের সারাংশ বা নোট তৈরি করে ছোট্ট বই আকারে বিক্রি করে এবং পুরো বই না পড়ে ভালো রেজাল্ট করার এক মোক্ষম হাতিয়ার হিসেবে অনেক জনপ্রিয়তাও পায়। হার্ভার্ডের কয়েকজন ছাত্র, এই নোটগুলোই টাইপ করে তাদের ওয়েবসাইটে ফ্রিতে দিয়ে দিলো। স্বভাবতই সবাই ২০ ডলার দিয়ে নোট না কিনে ফ্রি’র দিকে ঝুঁকে গেলো। তো আপনার কাজ হবে, একটা সেবা খুঁজে বের করা, যার জন্য আপনাকে খরচ করতে হয়। তারপর দেখা যে ওরকম সেবা সবাইকে ফ্রিতে দেয়া সম্ভব কি না। যদি সম্ভব হয়, তবে আপনি সেবার ভেতর বিজ্ঞাপনের ব্যবস্থা করে একটি নতুন ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন। এবং কোম্পানি বেশ বড় হয়ে গেলে প্রতিপক্ষ তাদের ব্যবসার লোকসান কমাতে কোম্পানি কিনে নেয়ার উদাহরণও নেহায়েত কম নয়। 

# নজর রাখুন বিদেশি ব্যবসায়

বিশ্বের কোনো দেশে নতুন সফল কোনো ব্যবসা চালু হলেই দ্রুত সেই সেবা নিজেই দেশে চালু করার চেষ্টা করুন। ‘পাঠাও’ এর কথাই ধরা যাক। উন্নত দেশগুলোতে মোবাইল অ্যাপের মাধ্যমে যানবাহন ভাড়া করা অনেক আগে থেকেই প্রচলিত। ‘উবার’ অনেক আগে থেকেই এক্ষেত্রে বেশ প্রসিদ্ধ এক নাম। ‘পাঠাও’ প্রতিষ্ঠিত হয় উবারের অনেক পরে। উবারের সেবাটিই পাঠাও চালু করায় আজ তারা অনেক বড় এক প্রতিষ্ঠান। Bikroy.com-ও ঠিক এভাবেই Amazon.com এর সেবা চালু করায় আত্মপ্রকাশ করে একটি বড় কোম্পানি হিসেবে। খোঁজ রাখুন বিদেশে কোনো প্রতিষ্ঠান এমন কোনো সেবা নিয়ে এসেছে কি না, যা অনেক জনপ্রিয় হয়েছে। আর সেরকম সেবাই চালু করুন নিজ দেশে।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৮৫ বার পড়া হয়েছে