ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের বিজনেস ক্লাসের টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে তার্কিশ এয়ারলাইনস। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও নির্বাচিত ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

তুরস্কের পতাকাবাহী এই বিমান সংস্থার ঢাকা কার্যালয় জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির মধ্যে বিজনেস ক্লাসের টিকিট কিনতে হবে। এগুলোর মাধ্যমে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে।

তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক এজেন্ট এজাজ কাদরি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আকাশপথে তুর্কি সেবা দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে ছাড় দেওয়া হচ্ছে। আমাদের উড়োজাহাজের বিজনেস ক্লাসের বিভিন্ন সুবিধার ফলে যাত্রীদের অসাধারণ অভিজ্ঞতা হবে।’

ঢাকায় ২০২০ সালে একদশক পূর্ণ করেছে তার্কিশ এয়ারলাইনস। বিমান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) এমরাহ কারাচা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীদের সন্তুষ্টিই আমাদের অনুপ্রেরণা। দশ বছরের পথচলায় সহযোগিতার জন্য সহযাত্রী, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা।’

ফিচার বিজ্ঞাপন

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত

এদিকে যুক্তরাষ্ট্রে দশম গন্তব্য হিসেবে নিউ জার্সির নিওয়ার্কে ফ্লাইট চালু করেছে তার্কিশ এয়ারলাইনস। আমেরিকায় এই আকাশসেবা প্রতিষ্ঠানের অন্য গন্তব্যগুলো হলো শিকাগো, হাউস্টন, মিয়ামি, নিউ ইয়র্ক জেএফকে, ওয়াশিংটন, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও বোস্টন। বিশ্বের মোট ১২৬টি দেশের ৩১৯টি গন্তব্যে তাদের উড়োজাহাজ চলাচল করে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৪৯৬ বার পড়া হয়েছে