বিজয়ের মাসের শুরুর দিন থেকেই দেশে উৎসব শুরু হয়ে যায়। সেই উৎসবে অংশ নেয় সবাই। আর এই উৎসবকে বাড়িয়ে দিতে ব্যবসায়ী, উদ্যোক্তা, টেলিকম অপারেটর, আইসিটি খাত, ফ্যাশন হাউজগুলো যে যার অবস্থান থেকে ‘১৬ ডিসেম্বর’কে মাথায় রেখে শুরু করে বিভিন্ন ধরনের অফার আর ছাড়ের ছড়াছড়ি। সংশ্লিষ্টরা বলছেন, বিজয় দিবস প্রকৃতপক্ষে উৎসবের দিন। এ দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করা হয়। যে যার অবস্থান থেকে দিনটি উদযাপন করে। এটিকে উৎসবের আরও রঙ দেওয়া উচিত বলে তারা মনে করেন। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনের ব্যতিক্রম হয়নি। যদিও করোনাকাল চলছে, তারপরও উৎসব শুরু হয়েছে, সীমিত পরিসরে হলেও।
দেশের কম্পিউটারের সবচেয়ে বড় মার্কেট রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে ৫ দিনের বিজয় উৎসব শুরু হয়েছে। এই উৎসবের মধ্যে রয়েছে পিঠা উৎসব, গেমিং প্রতিযোগিতা, প্রতিটি পণ্য ক্রয়ে কুপন উপহার ইত্যাদি। কুপনে থাকছে নানা ধরনের উপহার পাওয়ার সুযোগ।
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ‘একযোগে একসঙ্গে চাইলেই সম্ভব’ নামের একটি উদ্যোগ গ্রহণ করেছে। সবাইকে অন্তত একটি ভালো কাজ করার জন্য অনুরোধ করছে। বিজয় মাসেই শুরু করেছে তাদের এই ক্যাম্পেইন। মোবাইল ফোন অপারেটর রবি বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে। নাম দিয়েছে ‘বিজয়ের সুরের নতুন এক্সপেরিয়েন্স’। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই বিখ্যাত গান ‘নোঙর তোলো তোলো’ নতুন আঙ্গিকে উপস্থাপন করেছে। রবির সাইটে গেলে দেখা যাচ্ছে গানটির ভিডিও।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বিজয়ের মাসের শুরুতেই তাদের প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে ক্যাম্পেইন চালু করেছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল ২০১৮ সালের বিজয় দিবসে। ফলে বিজয় দিবস ও যাত্রা শুরুর দিনটিকে ইভ্যালি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উদযাপন করে বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ বিজয়ের মাসের শুরুর দিনেই মোবাইল ১১ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক অফারের ঘোষণা দেয়।
ই-কমার্স প্রতিষ্ঠান সেলেক্সট্রা ডট কম ডট বিডি বিজয় দিবস উপলক্ষে ১৬ ও ৫০ টাকার বক্স কেনার অফার ঘোষণা করেছে। লটারি হবে ২ জানুয়ারি। বিজয়ীদের ১৬টি ফিচার ফোন উপহার দেওয়া হবে। ৫০ টাকার বক্স ক্রেতাদের উপহার দেওয়া হবে স্মার্টফোন। যাদের নাম লটারিতে উঠবে না তাদেরকে ১৬ টাকার অফারে ৩২ টাকা এবং ৫০ টাকার অফারে ১০০ টাকা ক্যাশব্যাক দেবে প্রতিষ্ঠানটি। প্রিপেইড অফারের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানায়, সাইটে নিবন্ধন করলে ২০০ টাকা জয়েনিং বোনাস পাওয়া যাবে। ক্যাশব্যাক বা জয়েনিং বোনাস সেলেক্সট্রা ডট কম ডট বিডিতে নিবন্ধনকারী গ্রাহকের ওয়ালেটে জমা থাকবে। ওই টাকা দিয়ে তিনি পরে কেনাকাটা করতে পারবেন।
ফিচার বিজ্ঞাপন
Cambodia (Siem Reap & Angkor Wat) 3D/2N
থাইল্যান্ড ভিসা (বেসরকারি চাকুরীজীবী)
জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত
রেডিসন ব্লু হোটেল, চট্টগ্রাম বিজয় দিবস উপলক্ষে বিশেষ বুফে ডিনার অফার ঘোষণা করেছে, প্রতিজন ২০২০ টাকায়। এদিকে ঢাকার রিজেন্সি হোটেলে শুরু হয়েছে বিজয় উৎসব। মাসজুড়ে এ আয়োজনে থাকছে নতুন ব্রেকফাস্ট সেট মেনু, লাঞ্চ সেট মেনু ও ইউক অ্যান্ড বুফে ডিনার। এছাড়া আলাকার্ট মেনুতে ১৬ শতাংশ ছাড় ও বাবল ফ্লেভার লাউঞ্জে থাকছে ১৬ শতাংশ ছাড়সহ নানা অফার। বিজয় দিবস উপলক্ষে আয়োজনের দিকে দিয়ে এগিয়ে রয়েছে দেশের বিভিন্ন ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানগুলো ছাড় ও উপহারের ঘোষণা দিয়েছে ইতোমধ্যে। এরমধ্যে রয়েছে অঞ্জনস, বিশ্বরঙ, কে-ক্রাফট, নিত্য উপহার, সারা, রঙ বাংলাদেশ, মেঘ বিজয় ইত্যাদি।
বিজয়ের মাসে মোটরসাইকেল কেনায় বিভিন্ন ব্র্যান্ড দিচ্ছে বিজয়োল্লাস অফার। বিজয়ের মাসজুড়ে টিভিএসের মোটরসাইকেল কিনে পাওয়া যাবে ছাড়। হিরো হাংক মোটরসাইকেল কিনলে ৫ হাজার ক্যাশব্যাক দিচ্ছে। বিজয়ের আনন্দে পুরো ডিসেম্বর মাসজুড়ে সুজুকির নির্দিষ্ট মডেলে থাকছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার। বিজয় দিবস উপলক্ষে ইয়ামাহা বাংলাদেশ যেকোনও মোটরসাইকেল কিনলে ১ হাজার ৬০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে টপার কিচেনওয়্যার দিচ্ছে ১৬ শতাংশ ছাড়।
বিজয়ের মাসে অপো তাদের মোবাইল কিনলে দিচ্ছে ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়। আর দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বিজয় দিবস উপলক্ষে দুই মডেলের গেমিং ল্যাপটপে থাকছে ৪০ শতাংশ ছাড়। পাশাপাশি পুরো বিজয়ের মাসে ওয়ালটন ই-প্লাজা থেকে ল্যাপটপ ও কম্পিউটার ও এক্সেসরিজ কিনলে ১৬ শতাংশ ছাড় দিচ্ছে ক্রেতাদের। এসব বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, বিজয় দিবস উৎসবের দিন, আনন্দের দিন। বিজয় দিবসটা বিজয় উৎসবও। ফলে উৎসব করার জন্য এ ধরনের আয়োজনে আমি ইতিবাচক অর্থেই দেখি। এতে বাড়তি আনন্দ যোগ হয়। তিনি বলেন, ঈদে, বড়দিনে, পূজা উপলক্ষে যদি বিভিন্ন ধরনের অফার, ছাড় দেওয়া যায়, তাহলে বিজয় দিবস উপলক্ষে দিলে ক্ষতি কী। আমি মনে করি স্বাধীনতা দিবস, বিজয় দিবসে এ ধরনের অফার দেওয়া যেতেই পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৪১১ বার পড়া হয়েছে





