দেশে উচ্চ ও মধ্যম-আয়ের অর্থনীতির  উপযোগী,  নির্ভরযোগ্য বিদ্যুৎ খাত গড়ে তুলতে উদ‌্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ‌্যে আগামী ৫ বছরের পরিকল্পনায় বিদ‌্যুৎ-জ্বালানি খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই, ২০২০-জুন থেকে ২০২৫) দলিলের চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়ে সরকার। চলতি (২০২১) বছরের ২৩ ফেব্রুয়ারি ‘অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল অবহিতকরণ’ করা হয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সামনে।

সাধারণ অর্থনীতি বিভাগ বলছে, আগামী ৫ বছরে ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন কৌশল অনুসরণ করা হবে। সর্বোত্তম জ্বালানি মিশ্রণ পদ্ধতি অনুসরণ করে দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। অর্থনীতির সব খাতের বাড়তি বিদ্যুৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৫ সাল নাগাদ ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ‌্যমাত্রা ধরা হয়েছে। আর ২০২১ সালের মধ্যে শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধা আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত এই খাতের শুল্ক সমন্বয় করা হবে। একই সঙ্গে ভর্তুকি  কমাতে হবে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে জল, বায়ু শক্তি, সৌরশক্তি, জৈববস্তু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা হবে।  ২০২৫ সাল নাগাদ এই খাতের অবদান মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশে উন্নীতকরণ করা হবে।

সাধারণ অর্থনিতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম বলেন, ‘দ্রুত, নিরাপদ, সহজ ও পরিবেশবান্ধব উপায় পেট্রোলিয়াম পণ্য পরিবহনের জন্য আগামী ৫ বছরে পুরো দেশে পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেগাপ্রকল্পগুলো  দ্রুত বাস্তবায়ন করা হবে।’

ফিচার বিজ্ঞাপন

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

বেইজিং ও কুনমিং ৭ দিন ৬ রাত

মূল্য: ৮৪,৯০০ টাকা

মাতারবাড়ি আল্ট্রাসুপারক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টসহ পুরো দেশের জন্য একাধিক এনার্জি হাব গড়ে তোলা হবে বলেও জানান এই অর্থনীতিবিদ।

Source: Risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২০৯ বার পড়া হয়েছে