যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের কালের সব ফ্লাইটও বাতিল করেছে ম্যানেজমেন্ট। যাত্রী সংকটের পাশাপাশি বিমানে চলছে উড়োজাহাজ সংকটও। কারণ দুটি ড্যাস-৮ উড়োজাহাজের মধ্যে একটির লীজ মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কাজেই ওই উড়োজাহাজ দিয়ে এখন আর ফ্লাইট চালাতে পারছে না বিমান। তাই অভ্যন্তরিন রুট চালানোর জন্য এখন বিমানের হাতে আছে একমাত্র ড্যাস-৮। যার কারণেও একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে বিমানকে। সংশ্লিষ্ট একটি সুত্রে জানা গেছে, শুধু কালকের সব ফ্লাইটই নয়, আগামী ৫ ও ৬ জুনের ফ্লাইটও বাতিল করার চিন্তা ভাবনা করছে বিমানের শীর্ষ ম্যানেজমেন্ট। এই অবস্থায় রাস্ট্রায়ত্ব এই বিমান সংস্থার ভবিষ্যত নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরী হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের একাধিক কর্মকর্তা জানান, বিমানের বর্তমান এই ক্রাইসিস অবস্থা উত্তোরণের মতো ম্যানেজমেন্টে উচ্চ পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ কোন কর্মকর্তা নেই। যারা আছেন তাদের অধিকাংশই মন্ত্রনালয় থেকে বিমানে প্রেষণে নিয়োগপ্রাপ্ত। তাদের কারোই পুর্বে বিমান পরিচালনায় কোন ধরনের অভিজ্ঞতা নেই। জানাগেছে, যাত্রী ও উড়োজাহাজ সংকটের কারণে টানা দ্বিতীয় দিনও সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে আগামীকালও বিমান আকাশে না ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘যাত্রী সংকটের কারণে আজকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে আগামীকালও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
যাত্রী সংকটের কারণে পরপর দুই দিন বিমান সব ফ্লাইট বাতিল করলেও অন্য এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে। তাহলে বিমান কেন পারছে না এমন প্রশ্নের জবাবে বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘যাত্রী সংকটের মধ্যে অন্য এয়ারলাইনস পাচ্ছে, কারণ ওদের ভাড়া একটু কম। আর আমাদের আগের ভাড়াই আছে, বাড়াইনি।’ জানা যায়, বুধবার বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটে দুইটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। তবে সবগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিমান বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুইটি, সিলেটে দুইটি ও সৈয়দপুরে তিনটিসহ মোট সাতটি ফ্লাইট বাতিল হয়। তবে প্রথম দিন তথা ১ জুন ফ্লাইট পরিচালনা করে বিমান। করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গত ০১ জুন দেশের অভ্যন্তরীণ রুটে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ফিচার বিজ্ঞাপন
Kandy- Negombo & Colombo 5D/4N
কষ্টার্জিত অর্থে সেরা প্রজেক্টে নির্ভেজাল প্লট কিনুন ।
সাজেক ভ্রমণ ৩ রাত ২ দিন
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৬৫ বার পড়া হয়েছে





