প্রায় এক বছর বন্ধ থাকার পর নেপালের কাঠমান্ডুতে নিয়মিত ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মহামারির কারণে গত বছরের মার্চের পর বন্ধ হয়ে যায় ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানের পক্ষ থেকে বলা হয়, কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটটি দুপুর ২টা ৪০ মিনিটে নেপালের উদ্দেশ্যে ১০৪ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কাঠমান্ডুর স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় সেখানে ফ্লাইটটির অবতরণ করার কথা।

এখন থেকে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

ফিচার বিজ্ঞাপন

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

Source: Ittefaq

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২১৩ বার পড়া হয়েছে