বাংলাদেশ একটি অনন্য সুন্দর দেশ। যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক দর্শনীয় স্থান। এমনি একটি স্থান হলো নেত্রকোনা জেলার বিরিশিরি। বিরিশিশির মূল আকর্ষণ হলো বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়। এছাড়াও আপনি দেখতে পাবেন রাণীখং গির্জা, কমলা রাণীর দীঘি এবং সোমেশ্বরী নদী।

সেন্টমার্টিনের নীল অনেকের কাছেই পরিচিত। কিন্তু সবুজ আর নীলের মিশেলে হ্রদ কখনও দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলে যান সোজা চীনামাটির দেশ বিরিশির বিজয়পুরে। যদিও শীতের সময়েই ভ্রমণের উপযুক্ত সময়। তবু এই বর্ষাতেও যেতে পারেন বিজয়পুরে। পাহাড়, নদী আর সবুজ  নীলের মিশেলে হ্রদটি আপনার সকল ক্লান্তিকে ভুলিয়ে দিবে।  

তবে বিরিশিরি গিয়েই আপনি এ সুন্দর দৃশ্য দেখতে পারবেন না। আপনাকে বিরিশিরি থেকে ব্রিজ পারি দিয়ে যেতে হবে দুর্গাপুর। দুর্গাপুর থেকে ফেরিতে করে সুমেশ্বরী নদী পার হয়ে যাবেন শিবগঞ্জ বাজার। সেখান থেকে অটো অথবা মোটরসাইকেলে করে যাবেন বিজয়পুর। এবার আপনার প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের পালা। বৈচিত্রময় এক সাংস্কৃতিক আবহাওয়া, কংশ-টেপা-সোশেম্বরীর কাশবন আর অনেকটা হাত ছোঁয়া দূরেই আকাশে হেলান দিয়ে আছে ধ্যানমগ্ন গাড়োপাহাড়।

আসলে বর্ষায় সোমেশ্বরীর তীরবর্তী বিরিশিরির সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। পাহাড় থেকে নেমে আসা উত্তাল ঢলের রুদ্ররূপ বর্ষায় বিরিশিরি ঘুরতে আসা পর্যটকদের দেখায় তার বন্য সৌন্দর্য। বিরিশিরিতে রয়েছে পাহাড়ি কালচারাল একাডেমি। এখান অধীবাসীদের শতকরা ৬০ ভাগই গাড়ো, হাজং ইত্যাদি নৃগোষ্ঠীর। এখানে আছে টঙ্ক বিপ্লবের কয়েকটি স্মৃতিস্তম্ভ। তেভাগা আন্দোলনের কিংবদন্তি শহীদ রাশিমনির স্মৃতিস্তম্ভ আছে এখানে।

যেভাবে যাবেন

ফিচার বিজ্ঞাপন

যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ১৫০০ টাকা জনপ্রতি

Manila & Cebu 5D/4N

মূল্য: 59,900 Taka

বালি ৫দিন ৪ রাত

মূল্য: ২৪,০০০ টাকা

ঢাকায় যারা আছেন, তারা বিরিশিরি যাবেন ঢাকার মহাখালী বাসস্টেশন থেকে সরাসরি বিরিশিরি। বাস পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে। ভাড়া নেবে ৩০০ থেকে সাড়ে তিনশ টাকা।

থাকার ব্যবস্থা

দুর্গাপুরে থাকার জন্য ভালো ব্যবস্থা হলো ইয়ুথ মেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা ওয়াইএমসিএ-এর রেস্ট হাউজ ও কালচারাল অ্যাকাডেমি। এছাড়াও দুর্গাপুরে সাধারণ মানের কিছু হোটেল আছে। স্বর্ণা গেস্ট হাউজ, হোটেল সুসং, হোটেল গুলশান ইত্যাদি। এগুলোর ভাড়া খুব একটা বেশি না। অল্প খরচেই থাকতে পারবেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৪৮ বার পড়া হয়েছে