নিজেদের এলাকার ৪৪৩টি স্কুল-কলেজে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তিন দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মশকনিধন কার্যক্রম ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ’ শিরোনামে আজ বুধবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা স্কুলের মাঠ ও আঙিনা পরিষ্কার করেন। আর মশককর্মীরা শ্রেণিকক্ষে, টয়লেটে, ভবনের ছাদে, আঙিনায় মশকনিধনের কীটনাশক লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ছিটানো হয়।

কর্মসূচির বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সরকারি, আধা সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। কয়েক দিন পরই আমাদের সন্তানেরা স্কুলে আসবে। তাদের শিক্ষার জন্য চাই সুষ্ঠু পরিবেশ। নগরপিতা হিসেবে সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া আমার দায়িত্ব।’

মেয়র বলেন, শুক্রবার পর্যন্ত ডিএনসিসি এলাকার সাড়ে চারশ শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি চালানো হবে। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাদ পড়ে, তাহলে সবার ঢাকা অ্যাপের মাধ্যমে জানিয়ে দিলে সেই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা ওই প্রতিষ্ঠানে পৌঁছে যাবেন। এ ছাড়া ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ হটলাইন নম্বরে সরাসরি কল করে জানালেও ব্যবস্থা নেওয়া হবে।

৪৭টি স্কুলে করোনার গণটিকার কর্মসূচি চলছে জানিয়ে মেয়র বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার দ্বিতীয় ডোজের টিকাকেন্দ্র আছে, ওই স্কুলে ১১ সেপ্টেম্বর পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

ফিচার বিজ্ঞাপন

ইস্তানবুল ৪দিন ৩ রাত

মূল্য: ২৯,৯০০ টাকা

চায়না ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ১০,০০০ টাকা

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, নিজ নিজ বাচ্চাদের মাস্কের ব্যবহার শেখান। মাস্ক ছাড়া সন্তাকে স্কুলে পাঠাবেন না। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলারও আহ্বান জানান তিনি।

মেয়রের বক্তব্যের আগে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় অভিযানে গিয়ে নির্মাণাধীন একটি ভবনের লিফটের জায়গায় জমে থাকা পানিতে প্রচুর লার্ভা পাওয়া যায়। পরবর্তী সময়ে কীটনাশক ছিটিয়ে লার্ভা নিধন করা হয়। এ ছাড়া ওই নির্মাণাধীন ভবনের ছাদেও পানি জমে ছিল। সেখানেও কীটনাশক ছিটানো হয়।

কর্মসূচির উদ্বোধনীতে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ আমিরুল ইসলাম, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



১৩৭ বার পড়া হয়েছে