রাজাবাড়ীর দৌলতদিয়াঘাটে গত কয়েক দিন ধরে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সরকার ঘোষিত কঠোর লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে যাত্রীর চাপ।

সরেজমিন গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকার বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত বৃষ্টির মধ্যে যানবাহন চালক, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বৃষ্টি না ছাড়ায় অনেকে আবার ভিজেই মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছেন গন্তব্যে।

ফরিদপুর থেকে আসা একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার মো. রোস্তম আলী বলেন, জরুরি কাজে ঢাকায় রওনা দিয়ে সকাল ৯টার দিকে ঘাট এলাকায় এসে বসে আছি। পথে বৃষ্টিতে ভিজে ফেরিতে উঠতে পারছি না। কখন যে বৃষ্টি ছাড়বে, বুঝতে পারছি না; দ্রুত ফেরিতে উঠতে পারলে নিস্তার পেতাম।

পাংশা থেকে  ঢাকাগামী  যাত্রী লুপা আক্তার বলেন, মামার সঙ্গে হোন্ডায় করে এক আত্মীয়ের অসুস্থতার কথা শুনে ঢাকা যাচ্ছিলাম; পথে দৌলতদিয়া ফেরিঘাটে এসে বৃষ্টিতে ভিজে গেছি। এখনও পর্যন্ত বৃষ্টি না থামায় একটি দোকানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না বলে জানান তিনি।

ফিচার বিজ্ঞাপন

USA Visa (for Businessman)

মূল্য: 5,000 Taka

বিআইডব্লিউটিসি দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক শিহাবউদ্দিন যুগান্তরকে বলেন, পশুবাহী ট্রাকের চাপ গতকাল থেকে একেবারেই নেই, তবে ঢাকাফেরত যাত্রীরা তাদের ব্যক্তিগত মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস নিয়ে ঢাকা থেকে বেশি ফিরছে। বর্তমানে এ নৌরুটে ছোটবড় মিলে মোট ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



২৭২ বার পড়া হয়েছে