রাস্তায় যেকে​ানো অবস্থায় বেপরোয়া গাড়ি চালালে শাস্তি অবধারিত। মদ্যপ অবস্থায় বা মাতাল হয়ে গাড়ি চালালে শাস্তি পেতে হবে। এ বিধান সড়ক এবং নৌপথ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। মাতাল অবস্থায় গাড়ি চালালে কোনো শাস্তি পেতে হবে না বলে যদি কেউ দাবি করতে চান, তবে বলতে হয় তিনি বা তাঁরা এ আইন সম্পর্কে অজ্ঞ। মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য আমাদের দেশে তো বটেই, বিশ্বব্যাপী কঠিন শাস্তির বিধান আছে। ২০১৪ সালে মাতাল হয়ে গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন বিশ্বখ্যাত মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। আদালত তখন তাঁকে এক বছরের জন্য সব ধরনের সাঁতারে অংশগ্রহণ থেকে স্থগিত থাকার নির্দেশ দিয়েছিলেন। যা জেল হিসেবেই গণ্য হয়েছিল এবং সঙ্গে ছিল ১৮ মাসের নজরদারি।

কী আছে আইনে
মাদক গ্রহণ করে মাতাল হয়ে গাড়ি চালালে দায়ী ব্যক্তি মোটরযান আইন অনুযায়ী তিন মাস কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। একই অপরাধ দ্বিতীয়বার করলে দুই বছরের কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। সঙ্গে গাড়ি চালানোর লাইসেন্সও নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত স্থগিত থাকবে।

বেপরোয়া গাড়ি চালালে

দণ্ডবিধির ২৭৯ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি মাতাল অবস্থায় থাকুক অথবা না থাকুক, জনসাধারণের ব্যবহৃত কোনো সড়কে বেপরোয়া বা অবহেলামূলকভাবে কোনো গাড়ি চালান এবং এর ফলে যদি মানুষের জীবন বিপদাপন্ন হয় কিংবা কোনো ব্যক্তি আহত বা জখম হওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে দায়ী চালকের জন্য শাস্তি অবধারিত। এ শাস্তির পরিমাণ হবে তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। কিংবা সর্বনিম্ন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড।

দণ্ডবিধির ৩৩৮ ক ধারা অনুযায়ী যদি কেউ বেপরোয়া বা অবহেলা করে জনপথে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করেন, যার ফলে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন হয়; তাহলে দায়ী ব্যক্তিকে দুই বছর পর্যন্ত জেল বা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। দণ্ডবিধির ৩০৪ খ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বেপরোয়া যান চালিয়ে বা অবহেলাজনকভাবে জনপথে যান চালিয়ে কারও মৃত্যু ঘটান, তাহলে দায়ী চালককে তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Maldives (Hulhumale & Fun Island) 3D/2N

মূল্য: ২৮,৯০০ টাকা

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

মোটরযান আইন অনুযায়ী, বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর শাস্তি হচ্ছে ছয় মাসের কারাদণ্ড বা ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এর সঙ্গে গাড়ি চালানোর লাইসেন্সও নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত স্থগিত থাকবে। এ অপরাধ একই চালক তিন বছরের মধ্যে দ্বিতীয়বার করলে তাঁকে ছয় মাস কারাদণ্ড কিংবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। সঙ্গে গাড়ি চালনার লাইসেন্সও এক মাস পর্যন্ত স্থগিত থাকবে। যদি চালক শুধু দুর্ঘটনা ঘটান, তাহলে মোটরযান আইন অনুযায়ী সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি একই অপরাধ আগেও ঘটানো হয়েছে এটা প্রমাণিত হয়, তবে ছয় মাস কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৯১৫ বার পড়া হয়েছে