বিশ্বজুড়ে উড্ডয়ন বন্ধ থাকা বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের নতুন ত্রুটি সামনে আসার পর তা ঠিক করতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গত রোববার বোয়িং ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য প্রকাশ করেছে। নতুন ত্রুটির কারণে এ মডেলের উড়োজাহাজে বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর: সিএনএন, রয়টার্স।
বোয়িংয়ের মুখপাত্র গর্ডন জনদ্রো বলেছেন, উড়োজাহাজটি নিয়ে যে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হচ্ছে, তার অংশ হিসেবে নতুন এ ত্রুটি ধরা পড়েছে। এ বিষয়ে সঠিক উপায় খুঁজে বের করতে এফএএ’র সঙ্গে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে ডিজাইনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজে দুটি তারের জটলা খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। এ কারণে উড়োজাহাজটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে পারে। পাইলট যদি যথাযথ পদক্ষেপ নিতে না পারেন, তাহলে উড়োজাহাজ বড় ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে।
এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বোয়িংকে সঙ্গে নিয়ে সম্প্রতি পাওয়া এ ত্রুটির বিষয়টি খতিয়ে দেখছে। এর মাধ্যমে ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের সম্ভাব্য পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ফিচার বিজ্ঞাপন
Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
দুবাই ও মিশর ৭দিন ৬ রাত
ওই দুই তারের জটলা আলাদা রাখার বিষয়ে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সে বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করেছে বোয়িং। তবে নতুন সমস্যা সামনে আসার পর ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ বহরে ফিরতে আরও বাড়তি সময়ের প্রয়োজন হতে পারে বলে বোয়িংয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ফেব্রুয়ারির আগে উড্ডয়ন শুরুর সম্ভাবনা নেই। এমনকি মার্চেও চলে যেতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৩০৬ বার পড়া হয়েছে