শক্তির বিকল্প ব্যবহার:

উন্নয়নশীল দেশে সঠিকভাবে প্রাকৃতিক সম্পদ ও শক্তিসমূহ সরবরাহ করা হয় না। যার ফলে শক্তির বিকল্প উৎসের উপর নির্ভর করতে হয়। শক্তির বিকল্প উৎসের ব্যবহার করে চমৎকার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

সৌরশক্তির ব্যবহার, বায়ুশক্তির ব্যবহার করে আপনি অভিনব ব্যবসা গড়ে তুলতে পারেন। জেনারেটর আমদানি রপ্তানি করেও আপনি অনেক অর্থ উপার্জন করতে পারেন।

জ্বালানির বিকল্প উৎস:

উন্নয়নশীল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ হলো কেরোসিন, ডিজেল, পেট্রোল। কিন্তু এই জ্বালানি শক্তির দাম তুলনামূলক বেশি এবং প্রতিনিয়ত মানুষ এগুলোকে ব্যবহার করে।

অধিকাংশ মানুষ উচ্চদামে জ্বালানি কিনতে পারে না, আবার কিনতে চাইলেও পায় না। কারণ সরবরাহ কম।

জৈব জ্বালানি এবং ইথানলের ব্যবহার জ্বালানির বিকল্প উৎস। জৈব জ্বালানি ও ইথানলকে কাজে লাগিয়ে অভিনব ব্যবসা শুরু করলে কয়েক মাসের ব্যবধানে ভালো উপার্জন করতে পারবেন।

আমদানি ও রপ্তানি মূলক ব্যবসা:

উন্নয়নশীল দেশে আমদানি ও রপ্তানি মূলক ব্যবসা করে আপনি ধনী হতে পারবেন। ব্যবসা শুরু করা যায় যদি আত্মবিশ্বাস ও দক্ষতা থাকে।

কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সৌর চার্জার, পোশাক, খাবার ও প্রয়োজনীয় পণ্য আমদানি করে নিজ দেশে নির্দিষ্ট দামে বিক্রি করতে পারেন।

ফিচার বিজ্ঞাপন

কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য যন্ত্রপাতি রপ্তানি করতে পারেন সেসব দেশে যে দেশগুলোতে এই যন্ত্রপাতিগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।

ব্যবহৃত পণ্য বিক্রি:

উন্নয়নশীল দেশে অর্থের অভাবে অনেকে নতুন পণ্য কিনতে পারে না। তাই এই দেশগুলোতে উন্নত দেশের ব্যবহৃত পণ্য বিক্রি করেও আপনি প্রচুর অর্থ আয় করতে পারেন।

ব্যবহৃত পণ্য যেমন মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি, পোশাক ছাড়াও বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক পণ্য বিক্রি করে চমৎকার আয় করতে পারেন।

ফাস্টফুড ও সুপারমার্কেট ফ্রাঞ্চাইজ:

ম্যাকডোনাল্ড, কেএফসি, টেসকো সহ আরো অনেক কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে ফ্রাঞ্চাইজের মাধ্যমে। ফাস্টফুডের দোকান দিয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন।

প্রথমে মূলধন প্রয়োজন। পরবর্তীতে লাভবান হবেন নিঃসন্দেহে। খাবারের ব্যবসায়ে ক্ষতিগ্রস্থ হবেন না। চাইলে বিশ্ব বাজার শাসন করা বড় কোনো প্রতিষ্ঠান থেকে ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে মালিকানা কিনে নিতে পারেন অথবা ব্যবসায়িক পার্টনার হতে পারেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



৮৫২ বার পড়া হয়েছে