১৬ই এপ্রিল থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত ব্যাংকক, চিয়াং মাই এবং ফুকেট অফিস থেকে টিকেট বিক্রি বন্ধ রাখবে ব্যাংকক এয়ারওয়েজ। করোনা ভাইরাসের বর্তমান সংকট এবং এই পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান সংস্থাটি। এ খবর দিয়েছে অনলাইন দ্য নেশন। এতে আরো বলা হয়েছে, অফিসভিত্তিক কর্মীদেরকে এ সময়ে বাসায় বসে কাজ করার অনুমতি দেয়া হয়েছে। তবে ফ্রন্টলাইনে যেসব কর্মী যাত্রীদের সেবা দেন, ইনফ্লাইটে যাত্রীদের দেখাশোনা করেন, বিমান রক্ষণাবেক্ষণ বিষয়ক ইঞ্জিনিয়ার এবং অপারেটিং সিস্টেমে যারা কাজ করেন তাদেরকে কোম্পানির পূর্ব সতর্কতা এবং সুরক্ষা বিষয়ক প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব কর্মীকে সার্জিক্যাল মাস্ক, গ্লোভস, মুখের শিল্ড পড়তে হবে। ঘন ঘন তাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে। একই সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে চলাচল সীমিত করতে হবে। এতে আরো বলা হয়, যাত্রী ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিতে অগ্রাধিকার দেয় এই বিমান সংস্থা। সিভিল এভিয়েশন অথরিটি অব থাইল্যান্ডের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতিতে পূর্ব সতর্কতা কঠোরভাবে মেনে চলবে তারা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
কলম্বো ৩দিন ২ রাত
Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N
কানাডা ভিসা
৩০৬ বার পড়া হয়েছে





