অনলাইনে জালিয়াতির ঘটনা এখন প্রায়ই ঘটছে। প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন এ ধরনের ঘটনার। ফোন থেকে চুরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হলো, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন? আসুন জেনে নেই-

• সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য কখনো প্রকাশ করবেন না।

• টিকা বা কোনো প্রশংসাপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবেন না।

• ভালো করে না চিনে কাউকে অনলাইনে টাকা পাঠাবেন না।

• কোনো লিংক সম্পর্কে ভালো করে না জেনে, সেই লিংকে ক্লিক করবেন না।

• ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কাউকে বলবেন না।

• ভুল তথ্য দেওয়া মেসেজ সম্পর্কে সাবধান থাকুন।

এর বাইরেও সাইবার অপরাধ বিশেষজ্ঞেরা বলছেন ফোনে কোনো তথ্য না রাখতে। কারণ ফোন হারিয়ে গেলেই সহজে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে।

• ডেবিট বা ক্রেডিট কার্ডের ছবি তুলে ফোনে রাখবেন না। ফোন কারো হাতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর নিরাপদ থাকবে না।

ফিচার বিজ্ঞাপন

মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ৯০০ টাকা জন প্রতি

• ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে ব্যাংকের পাসওয়ার্ড সেভ করবেন না।

• ফোনের ভেতরে কোথাও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য লিখে রাখবেন না।

• এটিএম কার্ডের পিন নম্বর ফোনের কোথাও লিখে রাখবেন না।

• কোনো অচেনা অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না।

• অসাধু ব্যক্তিরা অনেক সময়ে ব্যাংককর্মী  সেজে ফোন করে ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে বলে। এটি কখনো করবেন না। কারণ প্রকৃত ব্যাংককর্মীরা এ ধরনের কোনো কাজ করতে বলেন না।

• ব্যাংকসংক্রান্ত কোনো তথ্য ফোনে কাউকে দেবেন না। প্রয়োজন হলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



১৫৫ বার পড়া হয়েছে