ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বারবার বলার পরও কারও বাড়িতে যদি এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতার করা হবে। অন্যান্য যেসব মামলা দেওয়ার সুযোগ আছে, সেগুলোও দেওয়া হবে।’
সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর বারিধারা এলাকায় এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এডিস মশা আমাদের আবাসিক-অনাবাসিক ভবনে জন্ম নেয়। বিশেষ করে নির্মাণাধীন ভবন বড় হুমকি। ইতোমধ্যে আমরা বিভিন্নভাবে সবাইকে বিষয়টি জানিয়েছি। গত কয়েক দিন ধরে এই এলাকাবাসীকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, আপনাদের জমিয়ে রাখা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এটি স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ। তারা আপনাদের সতর্ক করে গেছেন। এর পরও নির্মাণাধীনসহ বিভিন্ন ভবনে যদি মশা প্রজননের ক্ষেত্র চিহ্নিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
তাজুল ইসলাম বলেন, ‘মশা নিয়ন্ত্রণে এই ঘোষণা আমরা আগেই দিয়েছি। এর মধ্যে জরিমানাও করা হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেট আছে। আজ বলে যাচ্ছি, যারা এখানও মশা প্রজননে উৎসাহিত করছেন এবং মানুষের জানমাল ও জীবন হুমকির মুখে ফেলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সেখানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই উপস্থিত ছিলেন।
ফিচার বিজ্ঞাপন
Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N
পানাম সিটি প্রাইভেট ডে লং ট্যুর
Australia Visa for Lawyer
এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা অর্থদণ্ড দিলাম, কারাদণ্ড দিলাম। এর পরও অনেকেই বিষয়টি সিরিয়াসলি নিচ্ছেন না। এখন সময় এসেছে সমাজে তাদের হেয় প্রতিপন্ন করার। আপনারা এতবড় বিল্ডিং বানাচ্ছেন, কিন্তু মশার কারখানা বন্ধ করছেন না।’
তিনি বলেন, ‘আমরা বলেছি এডিস মশার প্রজননের জন্য ৫২ শতাংশ ঝুঁকি হাইরাইজ বিল্ডিং। ২৫ শতাংশ নির্মাণাধীন বিল্ডিং। আজ যারা ভবন নির্মাণ করছেন, তিনি হয়তো অনেক টাকা ও ক্ষমতার মালিক। কিন্তু তাদের অসতর্কতার কারণে আমরা সবাই ঝুঁকিতে পড়ে যাচ্ছি।’
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৮৩ বার পড়া হয়েছে