ভারতে কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল MG Motor। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে নতুন MG ZS EV। নতুন ইলেকট্রিক গাড়ির দাম শুরু হচ্ছে 20.88 লক্ষ টাকা থেকে। লঞ্চ অফারে 17 জানুয়ারির আগে যে সব গ্রাহক এই গাড়ি বুক করেছেন 19.88 লক্ষ টাকা এই গাড়ি কিনতে পারবেন। এক্সক্লিউসিভ ভেরিয়েন্টে MG ZS EV এর দাম 23.58 লক্ষ টাকা।

গত বছর Hector লঞ্চের পর MG ZS EV ভারতে কোম্পানির দ্বিতীয় এসইউভি। গুজরাটের হালোল কারখানা থেকে নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করছে কোম্পানি। 21 ডিসেম্বর এই গাড়ির বুকিং শুরু হয়েছিল। ইতিমধ্যেই গোটা দেশে 2800 প্রি-বুকিং পেয়েছে কোম্পানি। শুরুতে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ শহরে এই গাড়ি লঞ্চ করেছে ব্রিটিশ কোম্পানিটি। ধীরে ধীরে দেশের অন্যান্য শহরে পৌঁছে যাবে MG ZS EV।

বাইরে দেখে এই ইলেকট্রিক গাড়ির ডিজাইনে কোন বিশেষত্ব চোখে পড়বে না। গাড়ির সামনের গ্রিলের পিছনে থাকছে চার্জিং সকেট। থাকছে 17 ইঞ্চি অ্যালয় হুইল। গাড়ির সামনে থাকছে প্রোজেক্টর হেডল্যাম্প।

ভারতে লঞ্চ হওয়া MG ZS EV গাড়িতে থাকছে একটি কালো কনসোল। এখানে খুব কম ক্রোম ব্যবহার হয়েছে। কেবিনেও থাকছে খুব সাধারণ ডিজাইন। ড্যাশ ও ডোর প্যাডে মসৃণ উপাদান ব্যবহার হয়েছে। এই গাড়িতে চারজন আমার করে বসতে পারবেন। চাপাচাপি করে বসলে পাঁচ জন এই গাড়ি চড়তে পারবেন।

Hector এর মতোই কানেকটেড কার MG ZS EV। থাকছে একটি ই-সিম ও বিল-ইন ওয়াইফাই। থাকছে Apple CarPlay ও Android Auto সাপোর্ট। এই গাড়ির প্যানারমিক সান-রুফ গাড়ির ছাদের 90 শতাংশ অংশ ঢেকে রাখে। থাকছে একটি PM 2.5 ফিল্টার। গাড়ির কেবিনে থাকছে একটি 8.0 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এছাড়াও থাকছে একটি 10.4 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।

ফিচার বিজ্ঞাপন

US Student Visa

মূল্য: 5,000 Taka

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

MG ZS EV গাড়িতে থাকছে একটি 44.5 kWh IP6 সার্টিফায়েড ব্যাটারি প্যাক। এই গাড়িতে সর্বোচ্চ 141 bhp শক্তি ও 353 Nm টর্ক পাওয়া যাবে। এক চার্জে সর্বোচ্চ 340 কিমি চলবে এই গাড়ি। 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সময় লাগবে 8.5 সেকেন্ড।

ফাস্ট চার্জর ব্যবহার করে মাত্র 40 মিনিটে 80 শতাংশ চার্জ হবে MG ZS EV। সাধারণ 7.4 kW চার্জর ব্যবহার করে MG ZS EV গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে 7 ঘণ্টা সময় লাগবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৬৮৮ বার পড়া হয়েছে