বিদেশি নাগরিক ও বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য সফর করার উদ্দেশ্যে ভিসা ও ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা কয়েক দফায় শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশিত বিবৃতিতে বিদেশি নাগরিক, যারা চিকিৎসার স্বার্থে ভারত সফরে আগ্রহী, তাদেরকে সঙ্গীসহ ভিসার আবেদন করতে বলা হয়েছে। PIB প্রকাশিত বিবৃতি অনুসারে, বিদেশিদের ব্যবসা, কনফারেন্স, চাকরি, পড়াশোনা, গবেষণা, চিকিৎসা ইত্যাদি কাজে ভারত সফরের ভিসা অনুমোদন করা হবে।
শুধু ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে ভারতে প্রবেশের ক্ষেত্রে আপাতত ভিসা অনুমোদন করা হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়েছে, বন্দে ভারত মিশন, এয়ার ট্রান্সপোর্ট বাবল ব্যবস্থায় যাতায়াতকারী বিমান অথবা বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় অনুমোদিত যেকোনো নন-শিডিউলড বাণিজ্যিক ফ্লাইটে আসা যাত্রীদের ভিসা দেয়া হবে।

ফিচার বিজ্ঞাপন

USA Visa (for Businessman)

মূল্য: 5,000 Taka

তবে তাদেরকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা নীতি অনুসরণ করতে হবে। মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত ফেব্রুয়ারি থেকে ভারতে বিদেশ নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক যাত্রা বন্ধ করতে দেশটির সরকার একাধিক পদক্ষেপ নেয়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৩৩ বার পড়া হয়েছে