সম্ভাব্য পুঁজি:২০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:পানিবেষ্ঠিত এলাকায় এক মৌসুমে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে এক একরে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ থাকে।
প্রস্তুত প্রণালি:প্রথমে পানিতে দাঁড়িয়ে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা, শ্যাওলা, দুলালী লতা ইত্যাদি সংগ্রহ করে পানির ওপর দুই ফুট পুরু স্তুপ তৈরি করতে হবে। সাধারণত একটি ভাসমান ধাপ ১০০ থেকে ১৮০ ফুট দীর্ঘ ও চার ফুট প্রশস্ত হয়। তবে এ ধাপে সরাসরি সবজি বীজ বপন করা যায় না। বীজ বপনের জন্য একমুঠো টেপাপানা ও দুলালী লতার মধ্যে নারকেলের ছোবড়া গুঁড়া দিয়ে তৈরি হয় দেল¬া। এ দেল¬ার মধ্যে অঙ্কুরিত সবজিবীজ পুঁতে রাখা হয়। পাঁচ ছয় দিন পর পর ভাসমান ধাপের নিচের কচুরিপানার মূল বা শ্যাওলা সবজি গাছের গোড়ায় বিছিয়ে দিতে হয়। একটু ধৈর্য সহকারে পরিচর্যা করলেই পানির মধ্যেই সবজি চাষ করে আয় করা সম্ভব।
বাজারজাতকরণ:পাইকারি সবজি-বিক্রেতারা এর ভোক্তা।।
যোগ্যতা:ভাসমান ধাপ পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নিতে হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

ফিচার বিজ্ঞাপন

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka


১,১৪৩ বার পড়া হয়েছে