সেদিন ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র বিশ্বকলা কেন্দ্রের সমাপনী ক্লাস। এক সপ্তাহ পর আমাদের পরীক্ষা। এরই মধ্যে হঠাৎ শিক্ষক ঘোষণা দিলেন আগামী সপ্তাহে আমাদের মাছ ধরার একটি প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার ব্যাপারে। সাথে থাকবে ভ্রমণ ও আনন্দ।

ঠিক এক সপ্তাহ পর নির্ধারিত দিনে আমরা ঊষাকালেই উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। কারণ আমরা এখান থেকেই রওয়ানা দেব। দিনটি ছিলো শনিবার। একে একে সবাই আসতে থাকেন। কিছুক্ষণের মধ্যে নীরব টিএসসি মুখরিত হয় মিলনমেলায়।
সকালের নাস্তা সেরে আমরা গাড়িতে উঠি। তখনো জানি না কোথায় যাচ্ছি? বাসেও চলছে সীমাহীন আনন্দ। একপর্যায়ে গাড়ি থামলো রাজধানীর কদমতলী থানার একটি পরিত্যক্ত বাড়ির সামনে। ধরে নিলাম সেটিই আমাদের গন্তব্য। আসলে তা-ই হলো। বাইরে দেখতে একটু বিশ্রি হলেও ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে মনটা জুড়িয়ে গেল।
 পরিত্যক্ত একটি কারখানা। হরেকরকম ফলদ, বনজ ও ওষুধি গাছের সমাহার। দু’টি ছোট ছোট পুকুর। সেখানেই বড়শি দিয়ে মাছধরা শুরু। কেউ কেউ মাছ ধরতে পারলেও অনেকে পারেননি। তবুও আনন্দের কোনো কমতি ছিলো না। পুরস্কার পেলেন সবচেয়ে বেশি মাছ শিকারকারী, সবচেয়ে কম মাছ শিকারকারী ও জীবনে প্রথম মাছ শিকারকারী। বাকিরা পেলেন সান্ত্বনা পুরস্কার।

সেদিনের আনন্দ ছিলো জীবনের অন্যান্য ভ্রমণের আনন্দের চেয়ে সম্পূর্ণ আলাদা। দুপুরের খাবারের পর কিছুক্ষণ চললো আনন্দ আড্ডা। এবার ফেরার পালা। শুরু হলো বাসের ভেতরের আনন্দ পর্ব। আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে একপর্যায়ে পৌঁছে গেলাম টিএসসিতে। জীবনের ভ্রমণস্মৃতিতে যুক্ত হলো একটি নতুন লগ্ন।

লেখকঃ মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, 

ফিচার বিজ্ঞাপন

Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N

মূল্য: 49,900 Taka

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

কলম্বো ৩দিন ২ রাত

মূল্য: ১৭,৯০০ টাকা

বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক 

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৯০৯ বার পড়া হয়েছে