দেশে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের দ্বিতীয় দিন ছিলো বুধবার। সকাল আটটা থেকে এই কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই ভোর থেকে অনেকে টিকাদানকেন্দ্রে এসে সারি ধরে অপেক্ষায় থাকেন।

সকালের দিকে রাজধানীর মুগদা নগর স্বাস্থ্যকেন্দ্র ও সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে লোকজনকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা যায়। এ সময় কেন্দ্র দুটিতে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।

সকাল নয়টার দিকে মুগদা নগর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষের জন্য দুটি পৃথক সারি রয়েছে। টিকা নেওয়ার জন্য সকাল থেকে নারী ও পুরুষেরা সেখানে অপেক্ষা করছেন। কেউ কেউ জানান, টিকা নেওয়ার জন্য তাঁরা ভোরে এসে সারি ধরেছেন। ১০ জন করে নারী ও পুরুষকে পর্যায়ক্রমে কেন্দ্রের ভেতরে ঢোকানোর কথা। তবে সেখানে একেকবার সাতজন করে ঢোকানো হচ্ছে।

বাসাবোর মায়াকানন এলাকা থেকে সকাল ছয়টার দিকে কেন্দ্রটিতে এসে করোনার টিকার জন্য লাইনে দাঁড়ান মো. রাসেল। তিনি বলেন, সকালে অনেক লম্বা লাইন ছিল। সাতজন করে কেন্দ্রের ভেতরে ঢোকানো হচ্ছে। প্রবীণ ও অসুস্থ লোকজনকে টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রের ভেতরে ঢোকাতে দেখা যায়।

৬৬ বছর বয়সী মোহাম্মদ আলী এরশাদ জানান, সকাল নয়টার দিকে তিনি এই কেন্দ্রে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরেছেন। তিনি বলেন, ‘আমি বয়স্ক বলে আমাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

ফিচার বিজ্ঞাপন

Cairo, Alexandria & Sharm El Sheikh 6D/5N

মূল্য: 57,900 Taka

Australia Visa for Lawyer

মূল্য: 20,000 Taka

মুগদা নগর স্বাস্থ্যকেন্দ্রের টিকাদানকারী লাবণী আক্তার জানান, এখানে ৭০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৬৮ জনকে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার দেখা গেছে, সকালের দিকে ভিড় একটু বেশি থাকে। পরে লোক কমতে থাকে।

এবারের গণটিকা কার্যক্রমের আওতায় টিকা গ্রহণকারীদের মুঠোফোনে খুদে বার্তা পৌঁছায়নি। পাড়া-মহল্লায় গভীর রাত পর্যন্ত মাইকিং করা হয়েছে। মাইকিং শুনেই টিকা নিতে যাচ্ছেন লোকজন।

গত ৭ ও ৮ আগস্ট প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা ৭ সেপ্টেম্বর টিকা নেন। আর ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা আজ ৮ সেপ্টেম্বর টিকা নিচ্ছেন। ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর টিকা নেওয়ার সুযোগ পাবেন। যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়া যাচ্ছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!

১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...



২২৯ বার পড়া হয়েছে