বাইকে করে নতুন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সব বাইক কিন্তু লম্বা সফরের জন্য উপযুক্ত নয়। সে জন্য উঁচু নিচু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আপনার প্রয়োজন ট্যুরিং বাইকের। আর বাজারে ট্যুরিং সেগমেন্টের বাইকের প্রসঙ্গে আসলেই উঠে আসবে বাজাজ অটো (Bajaj Auto)-র Dominar 400 মডেলটির কথা। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বাইকটির আপডেটেড ভার্সন লঞ্চ করা হয়েছে।
নতুন Bajaj Dominar 400 এসেছে একগুচ্ছ ভ্রমণ বান্ধব অ্যাক্সেসরিজের সাথে – লম্বা উইন্ডস্ক্রিন, স্মার্টফোন চার্জিং পোর্ট, মেটাল ব্রাশ প্লেট, শক্ত ক্র্যাশ গার্ড, রিয়ার লাগেজ ক্যারিয়ার, স্যাডেল স্টে (স্ট্যান্ডার্ড নয়), পিলিয়ন ব্যাকরেস্ট, এবং নেভিগেশন স্টে।
Dominar 400-এর অ্যাঙ্গুলার উইন্ডশিল্ডটি সিএফডি প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাস কাটিয়ে এগিয়ে চলার সময় তার ধাক্কার প্রভাব মুখে না পড়ে। হাতের ক্ষেত্রেও একই ফর্মুলা। বাজাজ জানিয়েছে, ফাইটার জেট প্লেন থেকে অনুপ্রাণিত হ্যান্ডগার্ড এবং ফ্লেক্সি উইংলেট সর্বোচ্চ উইন্ড-প্রোটেকশন সরবরাহ করবে।
Bajaj Dominar 400 বাইকে ট্যুরিং অ্যাক্সেসরিজ যোগ করা ছাড়া আর কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই বাইকে থাকছে ৩৭৩ সিসি-র লিকুইড কুল্ড ফুয়েল-ইঞ্জেকটেড ইঞ্জিন, যা ৪০ পিএস পাওয়ার এবং ৩৭ এনএম টর্কের আউটপুট দেয়, গিয়ারের সংখ্যা ছয়।
ফিচার বিজ্ঞাপন
দুবাই ও মিশর ৭দিন ৬ রাত
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
Kathmandu-Pokhara-Nagarkot-Bhoktopur 5D/4N
বাজাজ ডমিনার ৪০০-এর নতুন মডেলের দাম রাখা হয়েছে ২ লক্ষ ১৬ হাজার ৬৪৮ টাকা। বাইকটি অরোরা গ্রীন ও চারকোল ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। বার ট্যুরিং অ্যাক্সেসরিজ ছাড়া পুরনো মডেলটি পাওয়া যাবে ২ লক্ষ ১২ হাজার ১৫৫ টাকায় (এক্স-শোরুম)।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
১৪৮ বার পড়া হয়েছে